ঘুষি দিয়ে স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ১১:৪০:০২,অপরাহ্ন ০৫ মার্চ ২০২১ | সংবাদটি ৩০৮ বার পঠিতসিলেটে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে ঘুষি দিয়ে হত্যা করেছেন সাহিদ আহমেদ (২৭) নামে এক ব্যক্তি। এ ঘটনার পর তিনি নিজেই মোগলাবাজার থানায় আত্মসমর্পণ করেছেন।
বৃহস্পতিবার (০৪ মার্চ) সন্ধায় দক্ষিণ সুরমার কুচাই শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সিলেটের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দুহা পিপিএম জানান, বৃহস্পতিবার বিকেলে থানায় হাজির হয়ে সাহিদ আহমদ তার স্ত্রী লাকি বেগমকে (২৫) ঘুষি মেরে হত্যা করেছেন বলে জানান।
ওসি জানান, দাম্পত্য কলহের জেরে বৃহস্পতিবার দুপুরে স্ত্রীকে হত্যা করেছেন বলে জানিয়েছেন সাহিদ। সাহিদকে পুলিশ আটক করেছে। এবং তার স্ত্রী লাকি বেগমের লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গণমাধ্যম কর্মকর্তা, অতিরিক্ত উপকমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের জানান, নিহত নারীর নাম লাকি বেগম। সাহিদ আহমেদ (২৭) নামে ওই ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
তবে, এ বিষয়ে নিহত লাকির পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
আশরাফ উল্লাহ তাহের আরও জানান, পরিবারের পক্ষ থেকে মামলা হলে সাহিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।