পায়রা সমাজ কল্যাণ সংঘের সহ-সভাপতির ইন্তেকাল

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২:১৫:২১,অপরাহ্ন ০৬ মার্চ ২০২১ | সংবাদটি ২২৬ বার পঠিতসিলেট নগরীর পায়রা ৫৪, দরগাহ মহল্লা, ঝর্নারপার নিবাসী বিশিষ্ট লেখক, গ্রন্থাগার আন্দোলনের পথিকৃত, মাসিক আল ইসলাহ পত্রিকার সম্পাদক মরহুম মুহম্মদ নূরুল হক এর ৪র্থ পুত্র, পায়রা সমাজ কল্যাণ সংঘের সহ-সভাপতি শফিকুল হক বেলাল (৫০) শুক্রবার দুপুর ১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্র রেখে গেছেন। তিনি প্রাক্তন ফুটবল খেলোয়াড় ছিলেন। আজ বাদ এশা দরগাহ শাহজালাল (রহঃ) মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
বেলাল ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাংবাদিক আজিজুল হক মানিক ও দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবেরের ছোট ভাই।
শোক প্রকাশ : পায়রা সমাজ কল্যাণ সংঘের সহ সভাপতি শফিকুল হক বেলাল এর মৃত্যুতে পায়রা পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করেন সংঘের উপদেষ্টা কুদরত ই এলাহী, সাদিক আহমদ, আমজাদ হোসেন, ডঃ এনামুল হক চৌধুরী, জুবের আহমদ চৌধুরী, সংঘের সভাপতি মাহমুদুল হক মাসুম, সহ সভাপতি জাহাঙ্গীর আহমদ, এডঃ আলী মোস্তাফা মিশকাতুর নুর, মুফতি আব্দুল খাবির, সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, যুগ্ম সাধারণ সম্পাদক মুসাদ্দুকুন নবী, রিপন আহমদ,কোষাধ্যক্ষ নিয়াজ মোঃ আজিজুল করিম, এ এস জায়গিদার বাবলা, ওয়াছি উদ্দিন, জামাল আহমদ, শাহেদুর রহমান সাবলু। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি