সিলেট ট্যুরিজম ক্লাবের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত”
সভাপতি লিটন, সম্পাদক ফখরুল, কোষাধ্যক্ষ আহাদ"

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৫:৩৯:২৫,অপরাহ্ন ০৭ মার্চ ২০২১ | সংবাদটি ২৫৮ বার পঠিত
সিলেট ট্যুরিজম ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার (৭ মার্চ) সকালে ক্লাব কার্যালয়ে ক্লাব সভাপতি হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মিয়ার পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
রোববার সকালে অনুষ্ঠিত সভার ১ম অধিবেশনে ক্লাবের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন ক্লাবের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মিয়া। এসময় সদস্যদের আলোচনা পর্যালোচনার পর সেই প্রতিবেদন সর্বসম্মতিতে পাশ করা হয়।
২য় অধিবেশনে ২০২১-২৩ সালে কমিটির নির্বাচন পরিচালনার জন্য গঠিত আহ্বায়ক আফতাব চৌধুরীর সভাপতিত্বে নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন ট্যুরিস্ট পুলিশ সিলেট জোনের পুলিশ পরিদর্শক আখতার হোসেন এবং সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ লাইব্রেরী সম্পাদক কবি ইসমত হানিফা চৌধুরী।
নির্বাচন পরিচালনা কমিটি ক্লাবের সকল সদস্যদের সর্বসম্মতিতে ২০২১-২৩ সালের জন্য ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবির লিটন ,সিনিয়র সহ-সভাপতি কবি ইসমত হানিফা চৌধুরী ,সহ-সভাপতি দেলওয়ার হোসেন রানা, ফয়জুল হাসান, রোটারিয়ান আব্দুল হান্নান জুয়েল, লায়ন্স রুহুল আমিন চৌধুরী।
সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মিয়া, যুগ্ম সম্পাদক তুহিন আহমদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক রোটারিয়ান মনিরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন আহমদ, মারুফ আহমদ টিপু, নুর আলম। অর্থ সম্পাদক সাংবাদিক আব্দুল আহাদ, সহ অর্থ সম্পাদক মঈন উদ্দিন। ক্রীড়া সম্পাদক আব্দুল বারি সুজন, ধর্ম বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম চৌধুরী, অফিস সম্পাদক সৈয়দ মাহমুদুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুহেল রানা, আপ্যায়ন সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী বাবুল, ভ্রমণ সম্পাদক ছালিকুর রহমান, কার্যকরী সদস্য মাছুম আহমদ জায়গিরদার।