বালাগঞ্জ ৬ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি অনুমোদনের ২৪ ঘন্টার মধ্যে স্থগিত, আহবায়ককে শোকজ

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:০৯:৩৫,অপরাহ্ন ০৯ মার্চ ২০২১ | সংবাদটি ৩১৩ বার পঠিতবালাগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেটের বালাগঞ্জ উপজেলা ৬ ইউনিয়নে আহবায়ক কমিটি অনুমোদনের ২৪ ঘন্টার মধ্যে স্থগিত করে উপজেলা আহবায়ককে শোকজ করা হয়েছে।
রোববার (৭ মার্চ) সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত ও নির্দেশনার কথা জানানো হয়।
গণমাধ্যম পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জেলা বিএনপির সাংগঠনিক টিমের নির্দেশনা ও সুপারিশ উপেক্ষা করে বালাগঞ্জ উপজেলা বিএনপির ৬টি ইউনিয়নের আহবায়ক কমিটি ঘোষনা করায় বালাগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদকে শোকজ করা হয়েছে। একই সাথে নবগঠিত বালাগঞ্জ উপজেলার ৬ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির কার্যক্রম পরবর্তী নিদের্শনা না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।
এছাড়াও আগামী ১২ মার্চের মধ্যে আব্দুর রশিদকে সিলেট জেলা বিএনপির আহবায়কের নিকট স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর ও নির্দেশ প্রদান করা হয়েছে।
৬ ইউনিয়নের কমিটি স্থগিত ও শোকজের ব্যাপারে বালাগঞ্জ উপজেলা বিএনির আহবায়ক আব্দুর রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জেলা বিএনপির আহবায়কের কমিটি স্থগিত ও শোকজের এখতিয়ার নেই। এ বিষয়ে জেলা বিএনির পক্ষ থেকে এখন পর্যন্ত কোন লিখিত কাগজপত্র পাইনি।
এব্যাপার জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জেলা বিএনপির সাংগঠনিক টিমের নির্দেশনা ও সুপারিশ উপেক্ষা করে উপজেলা বিএনপির ৬টি ইউনিয়নের আহবায়ক কমিটি ঘোষনা করায় বালাগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদকে শোকজ করা হয়েছে। একই সাথে নবগঠিত বালাগঞ্জ উপজেলার ৬ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির কার্যক্রম পরবর্তী নিদের্শনা না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (৬ মার্চ) রাতে বালাগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রশীদ এর স্বাক্ষরিত এক তালিকায় বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের আহবায়ক কমিটি গুলোর অনুমোদন প্রদান করেন।
এবং রোববার (৭ মার্চ) সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জেলা বিএনপির সাংগঠনিক টিমের নির্দেশনা ও সুপারিশ উপেক্ষা করে বালাগঞ্জ উপজেলা বিএনপির ৬টি ইউনিয়নের আহবায়ক কমিটি ঘোষনা করায় বালাগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদকে শোকজ ও নবগঠিত বালাগঞ্জ উপজেলার ৬ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির কার্যক্রম পরবর্তী নিদের্শনা না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়।