বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের কমিটি পুনঃগঠন সম্পন্ন

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৪৬:২২,অপরাহ্ন ১২ মার্চ ২০২১ | সংবাদটি ৪৭২ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের ৩৫সদস্য বিশিষ্ট কমিটি ২০২১-২২ সেশনের জন্য পুনঃগঠন সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার (১২মার্চ), বিকাল ৩ঘটিকায় বিশ্বনাথ পুরান বাজারস্থ মজলিস কার্যালয়ে উক্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা মোশাহিদ আলী, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে উপজেলা শাখা পুনর্গঠন কাজ সম্পন্ন করেন। তাকে সহযোগিতা করেন, সিলেট জেলা সহ-সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব দিলওয়ার হোসাইন। এতে উপস্থিত শুরা সদস্যদের গোপন ব্যালেটের মাধ্যমে সভাপতি পুনঃনির্বাচিত হন, কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ সভাপতি মাওলানা আব্দুল মতিন, অধ্যক্ষ সায়েফ আহমদ সায়েক, মাওলানা ওবায়দুল হক, মুফতি শিহাব উদ্দিন, মোঃ তোফায়েল আহমদ, অধ্যক্ষ গৌছ উদ্দিন, সহসাধারণ সম্পাদক হাফিজ মুহসিন আহমদ, হাফিজ শরিফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, সহসাংগঠনিক মোঃ এনামুল হক, আবু সুফিয়ান, প্রশিক্ষণ সম্পাদক রফিক আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোস্তাক আহমেদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, সহ বায়তুলমাল সম্পাদক রাসেল শিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনহার বিন সাইদ, অফিস সম্পাদক মাওলানা শাহিন আহমদ, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল গফুর, সহ উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ফিরুজ আলী, সমাজকল্যাণ সম্পাদক মোঃ লুকমান আলী, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, মহিলা সম্পাদক বি এম খাতুন, নির্বাহী সদস্য অধ্যক্ষ আব্দুল বারী, এ টি এম নজির, মাওলানা তোফায়েল আহমেদ, মাওলানা লুৎফুর রহমান, হফিজ মজদুদ্দিন মাজেদ, মাওলানা কামাল আহমদ, আবিদুল হাসান গণি, মাওলানা শামীম আহমদ, মাওলানা বশির আহমদ, মাওলানা লোকমান আহমদ ও মাওলানা আলী আহমদ।