সিলেটে র্যাবের হাতে দুই পেশাদার মাদক কারবারি গ্রেফতার

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১:১৩:১১,অপরাহ্ন ১৫ মার্চ ২০২১ | সংবাদটি ২৩১ বার পঠিতসিলেটে র্যাবের হাতে ইয়াবা ও বিদেশী মদ জব্দ সহ দুই মাদক কারবারি গ্রেফতার করেছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক আইনে দুটি মামলা দায়ের করেছে।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার ক্বীন ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি মো. রুবেল মিয়া (২৮) কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে র্যাব।
গ্রেফতারকৃত মো. রুবেল মিয়া গাজীপুরের টঙ্গী পূর্ব নোয়াগা এলাকার মৃত ময়না মিয়ার ছেলে বর্তমানে সে ভার্তখলা কুমিল্লা পট্টির বাসিন্দা। পরে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়।
অপরদিকে, ওইদিন রাতে নগরীর মিরাবাজার থেকে বিদেশী মদসহ ১ বিক্রেতাকে আটক করে র্যাব। এ সময় তার হেফাজতে থাকা ৪ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। আটককৃত আব্দুল মুনিম (২৩) গোলাপগঞ্জের সুন্দিশাইল গ্রামের বদরুল ইসলামের ছেলে। পরে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।
র্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন এবং এএসপি আফসান-আল-আলমের যৌথ নেতৃত্বে সদর কোম্পানী সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এ দুটি অভিযান পরিচালনা করে।