সিলেটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জিয়া গ্রেফতার

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২:৪৫:১৯,অপরাহ্ন ১৯ মার্চ ২০২১ | সংবাদটি ২৬৮ বার পঠিতসিলেটের দক্ষিণ সুরমা থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো: জিয়া উদ্দিন (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো: জিয়া উদ্দিন (৩০) বরইকান্দি ১নং রোডের মৃত আব্দুল মতিন ওরফে মতিন মহুরিরে ছেলে।
এসএমপি’র মিডিয়া শাখা জানায়, মঙ্গলবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলার ষ্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা জিয়া উদ্দিনকে আটক করে পুলিশ। এ সময় তার হেফাজতে থাকা ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে আটককৃত ব্যক্তি বিরুদ্ধে এসআই (নি:) যতন চন্দ্র পাল বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় মাদক আইনে এক মামলা দায়ের করেন।