বিশ্বনাথে গজল সন্ধ্যা আগামীকাল ২০ মার্চ : আসছেন আর্ন্তজাতিক শিল্পিরা

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৪৭:২০,অপরাহ্ন ১৯ মার্চ ২০২১ | সংবাদটি ২৪১ বার পঠিত
বিশ্বনাথ প্রতিনিধি ঃ
সিলেটের বিশ্বনাথে রিয়েল স্টার সমাজ কল্যান সংস্থা জানাইয়া’র আয়োজনে কোরআন তিলাওয়াত ও গজল সন্ধ্যা আগামিকাল ২০ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে। এখানে আমন্ত্রিত অতিথি হিসেবে আসছেন আর্ন্তজাতিকভাবে খ্যাতিমান শিল্পিরা । এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থার সভাপতি এম কাওছার আহমদ, সেক্রেটারি মামুনুর রশিদ মামুন জানান, আগামিকাল শনিবার (২০ মার্চ) বাদ জোহর হতে মধ্যরাত পর্যন্ত বিশ্বনাথ সদরের জানাইয়া পশ্চিমপাড়া সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, যুক্তরাজ্য প্রবাসী ও সংস্থার উপদেষ্টা শেখ আবুল বাশার। খ্যাতিমান আবৃত্তিকার কবি মীম সুফিয়ানের উপস্থাপনায় কোরআন তিলাওয়াত ও ইসলামিক সংগীত পরিবেশন করবেন কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, জাগ্রত শিল্পী শেখ এনাম, এইচ এম আমান উল্লাহ, মারজান মুহাম্মদ রুহী, ইমরান আহমদ, কলরব শিল্পী আহমদ আব্দুল্লাহ, আরাফাত হোসেন, আহনাফ খালিদ, ফজলে এলাহী সাকিব, জাতীয় পুরস্কার প্রাপ্ত হাফেজ ক্বারী আব্দুল্লাহ আল মামুন, জিয়াউল হক আনসারী, হাফেজ ক্বারী আলী নূর।