ফাতেমা খাতুন চৌধুরী শিক্ষার্থীদের মনোজগতে অমরত্বের বীজ বপন করে গেছেন বদরুল ইসলাম শোয়েব

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৪৭:২১,অপরাহ্ন ২১ মার্চ ২০২১ | সংবাদটি ২২৩ বার পঠিত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, এক সময় ধর্মের দোহাই দিয়ে পুরুষ শাসিত নারীরা ছিল ঘরবন্দী, সেই অন্ধকার যুগে এমন কঠিন পরিস্থিতিতে ধর্মীয় গোঁড়ামি ও সামাজিক কুসংস্কার ভেদ করে এলাকার
শিক্ষা বিস্তারে আলোর মশাল নিয়ে এগিয়ে এসেছিলেন ফাতমা খাতুন চৌধুরী। কোন প্রতিবন্ধকতা তাঁকে আটকাতে পারেনি, বিরল একজন মহীয়সী নারী হিসেবে শিক্ষার্থীদের শুধু স্বপ্ন দেখাতেন না, সঠিক পথ ও দেখাতেন।
তিনি গতকাল গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা মুরাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ফাতেমা খাতুন চৌধুরী স্বরণে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ আয়োজিত স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, ফাতেমা খাতুন চৌধুরী দূরদৃষ্টি সম্পূর্ণ চিন্তা ভাবনায় ছিলেন বিরল। একজন আদর্শ শিক্ষকের যে মৃত্যু হয় না তিনি তাঁর সততা, দেশপ্রেম, ত্যাগের মহিমা ও নৈতিকতার মাধ্যমে শিক্ষার্থীদের মনোজগতে অমরত্বের বীজ বপন করে গেছেন।
এলাকার প্রবীণ মুরুব্বি মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে আরিফ কাদিরের পরিচালনায় আব্দুর রহিম রিপনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্টজন ডা, মুহিত আহমদ চৌধুরী, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সৈয়দ আব্দুল করিম, আব্দুল জলিল,খালেদা খানম,মরহুমার যোগ্য সন্তান আব্দুল ওয়াদুদ চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্সের এক্সিকিউটিভ ডাইরেক্টর গোলাম কিবরিয়া ওয়েছ, মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান,সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, নজমুল ইসলাম চৌধুরী,শিক্ষক নেতা জামাল হোসেন, বশির উদ্দিন, শাহজাহান আহমদ টিপু,এনাম উদ্দিন খাঁন,সামাদ আহমদ, আজহার মোস্তফা চৌধুরী প্রমূখ।