কালিবাড়ীবাজারে আল-কাওছার ইসলামী যুবসমাজের আত্বপ্রকাশ

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:০৫:৩৪,অপরাহ্ন ২২ মার্চ ২০২১ | সংবাদটি ২৭৭ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জের বোয়ালজুর ইউনিয়নের কালিবাড়ীবাজারে আল-কাওছার ইসলামী যুবসমাজ নামক ইসলামি যুব সংগঠনের আত্বপ্রকাশ হয়েছে। রবিবার দুপুর ২টায় স্থানীয় কালিবাড়ী বাজার অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে বিলাল আহমদ তালুকদার সভাপতি ও শামিম আহমদকে সাধারণ সম্পাদক করে আগামী ২বছরের জন্য ১৭সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে অন্যন্য দায়িত্বশীলরা হলেন
সহ-সভাপতি ছালেহ মিয়া,সহ-সভাপতি ক্বারি জিল্লুল হক, সহ সাধারণ সম্পাদক মো: আব্দুর রশিদ,সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুন নূর, কোষাধ্যক্ষ মো: ওলিউর রহমান তালুকদার, সহ কোষাধ্যক্ষ মো: সিরাজ মিয়া, প্রচার সম্পাদক মো: রহমত আলী।
সদস্য, সাবুল মিয়া তালুকদার, আলী আহমদ তালুকদার, মো: মজলু মিয়া,জুবায়ের আহমদ তালুকদার, সৈয়দ মিজান, কাজি সুজন, হাফেজ খালেদ আহমদ, ও আবু সুফিয়ান তালুকদার।
আল কাওছার ইসলামি যুব সমাজের সভাপতি বিলাল আহমদ তালুকদার জানান, একঝাঁক ইসলাম প্রেমি মানুষ নিয়ে এ সংগঠনের যাত্রা শুরু করেছি। সকলের সহযোগিতা দোয়া নিয়ে কাজ করতে চাই।