মাওলানা শফিক উদ্দীনের রুগমুক্তি কামনায় জাউয়া বাজারে দোয়া মাহফিল সম্পন্ন

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:১৭:২১,অপরাহ্ন ২২ মার্চ ২০২১ | সংবাদটি ৩০৩ বার পঠিতছাতক প্রতিনিধিঃ
খেলাফত মজলিস কেন্দ্রীয় নায়বে আমির মাওলানা শফিক উদ্দীন সাহেবের রুগমুক্তি কামনায় ছাতক উপজেলা শাখার উদ্যোগে
জাউয়া বাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
সোমবার বাদ মাগরিব ছাতক উপজেলা খেলাফত মজলিসের সিনিয়র সহ সভাপতি মাও: সালেহ আহমদ এর সভাপতিত্বে উপজেলার সাধারণ সম্পাদক মাও: জসিম উদ্দিনের পরিচালনায় উক্ত দোয়া মাহফিল অনুষ্টিত হয়, উপস্থিতি ছিলেন উপজেলা শাখার সহ সভাপতি মাও: আমজদ হোসেন,সহ সাধারন সম্পাদক মুশাহিদ আলী সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনাঈদ আহমদ,উলামা সম্পাদক মাও: আবু সুফিয়ান,পাঠাগার সম্পাদক ইয়াহইয়া খান মাহবুব,অফিস ও প্রচার সম্পাদক মাও জুবায়ের আহমদ,
সহ বায়তুলমাল সম্পাদক হফিজ ইমাদ উদ্দিন,
ছাত্র কল্যাণ সম্পাদক হাফিজ তহুর আমহদ নোমান,নির্বাহী সদস্য মাও ফয়জুল আমীন,
হাফিজ হারুন উর রশিদ, মাও: জুনেদ আহমদ, মাও: আবুল কালাম, মাও: আলী আকরাম, আলী সুজন, আমজদ হোসাইন, হাফিজ আনোওয়ার, আহমদ রুকন প্রমুখ।