কোটি টাকা মূল্যের কষ্টিপাথরসহ একজনকে গ্রেফতার

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:১৭:৫২,অপরাহ্ন ১০ জুলাই ২০২১ | সংবাদটি ৫৪১ বার পঠিত
০৯ জুলাই বিকাল ব গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-০৯, সিপিসি-১, হবিগঞ্জ এর একটি আভিযানিক দলের লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান, এবং সিনিয়র এএসপি এ, কে, এম, কামরুজ্জামান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ০৪ নং পাইকপাড়া ইউনিয়ন এর দেওন্দী চা বাগানের ফ্যাক্টারীর সামনে পাকা রাস্তার উপর হতে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরসহ জনৈক মহানন্দ মৃধা (৫১) গ্রেফতার করে।