সুনামগঞ্জ থেকে প্রতারক দম্পতি আটকের পর কারাগারে

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:৪৩:২৫,অপরাহ্ন ১৪ জুলাই ২০২১ | সংবাদটি ৫০৪ বার পঠিত
সুনামগঞ্জ সদরের মিজানুর রহামন সাধুর বাড়ি থেকে সিকিউরিটি কোম্পানিতে চাকরি দেয়ার নামে প্রতারনার অভিযোগে এক দম্পতিকে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে।
তারা হলেন রুবেল মিয়া অনিক (২৭)। তিনি ব্রাম্মনবাড়িয়ার কসবা থানার বুগীগ্রামের ইসমাইল মিয়ার ছেলে। আর তার স্ত্রীর নাম সাথী ( ২৩)। তিনি ফরিদপুর সদরের মল্লিকপুর গ্রামের হানিফ সেখের মেয়ে।
আটকের সময় তাদের বাসা থেকে ভূয়া সিকিউরিটি কোম্পানির নাম ব্যবহার করা ২২০ পিস লিফলেট, ২১টি ভুয়া আইডি কার্ড, ব্যানার ১টি, ভিজিটিং কার্ড ১০০ পিস, ভূয়া প্রোপোজল বুকসহ মোবাইল সিমকার্ডসহ নগদ একত্রিশ হাজার তিনশ’ টাকা জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে সিকিউরিটি কোম্পানিতে চাকরি দেয়ার নামে কা প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ছিল অনেকের।
র্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত আলামতসহ তাদের সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করেছেন তারা। আর কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে সদর থানা পুলিশ।