ছাতকের জাউয়া বাজার কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক আব্দুল গফফার আর নেই

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:২৪:৪৯,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০২২ | সংবাদটি ৪৭৮ বার পঠিত
ছাতক উপজেলার মল্লিকপুর গ্রামের কৃতি সন্তান জাউয়া বাজার ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক আব্দুল গফফার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার দিবাগত রাত ২.৩০ মিনিটে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার প্রথম জানাজা নিজ হাতে গড়া প্রতিষ্ঠান জাউয়া বাজার ডিগ্রি কলেজ প্রাঙ্গনে বেলা সাড়ে এগারোটায় অনুষ্ঠিত হয়। পরে গ্রামের বাড়িতে তার দ্বিতীয় জানাজা বাদ আসর অনুষ্ঠিত হবে। এর সেখানেই দাফন করা হবে।
এদিকে তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দীর্ঘ দিনের কর্মস্থল জাউয়া বাজার কলেজে। সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা কোন ভাবেই প্রিয় শিক্ষকের এমন বিদায় মেনে নিতে পারছেন না।