লালাবাজার বাসীয়া ব্রীজ যুগের চাহিদার আলোকে স্হাপনের জন্য জোর দাবী জানাচ্ছি ——–চেয়ারম্যান ওলীউর রহমান ওলী
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:২১:৩৮,অপরাহ্ন ০৯ এপ্রিল ২০২২ | সংবাদটি ২৭০২ বার পঠিত
আনহার বিন সাইদ
যখন চেয়ারম্যান হিসাবে শফত বাক্য
পাঠ করি তখন শফত নামায় লেখা ছিল ইউনিয়নের সকল মানুষকে সমান ভাবে দেখার।
আমি একটি ধার্মিক পরিবারের সন্তান, আমার এক ভাই আমেরিকায় বসবাস করেন, অন্য এক ভাই একজন আলেমে দ্বীন এবং আমার আব্বা ছিলেন তাবলীগ জামাতের সাথে সংলিস্ট, সে হিসাবে আমার মধ্যে কোন হিংসা বিদ্বেষ নেই।
যারা আমাকে ভোট দেন নাই নির্বাচনে তারা যখন কোন কাজে ইউনিয়ন পরিষদে যান, তখন তাদের কাজ আমি তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করি।
কথা গুলো বলেছেন, দক্ষিণ সুরমা ৩নং তেতলী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ওলীউর রহমান ওলী ( ৮ এপ্রিল শুক্রবার) বিকেলে তেতলী ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে আর্ত- মানবতার সেবায় এক ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো তিনি ব্যক্ত করেন।
ত্রাণ বিতরণী অনুষ্ঠানটি তেতলী ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি যুবনেতা ডাঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং তেতলী ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের সহ সাধারণ সম্পাদক সমাজসেবক নাইমুর রহমান শানুরের সঞ্চালনায় অনুষ্ঠানটি তেতলী ইউনিয়নের নিজ গাঁও গ্রামে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি চেয়ারম্যান ওলীউর রহমান ওলী আরোও বলেন, লালাবাজার বাসীয়া ব্রীজটি অতি ছোট, দুইটি গাড়ী এক সাথে অতিক্রম করতে পারেনা।
একটি গাড়ী অতিক্রম করার বেলায় একজন মানুষও পরাপারে ব্যর্থ হন।
এই লালাবাজার ব্রীজ ও বাজারের ভিতরের রাস্হা ছোট হওয়ার কারণে এক দিন পূর্বে একটি বড় ধরনের সংঘর্ষ থেকে আল্লাহতালা আমাদেরকে রক্ষা করেছেন। যদি সংঘর্ষ হতো তাহলে শুধু লাশ আর লাশ পড়তো!
তাই আমি তেতলী ইউনিয়ন বাসীর পক্ষ থেকে সিলেট ৩নং সংসদীয় আসনের মাননীয় এমপি হাবিবুর রহমান হাবিবের কাছে জোর দাবী জানাচ্ছি, অতি শিগ্রহী লালাবাজার বাসীয়া ব্রীজটি যুগের চাহিদার আলোকে বাস্তবায়ন করার জন্য।
চেয়ারম্যান ওলীউর রহমান তেতলী ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের আর্ত – মানবতার সেবায় তাদের এই মহতী উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।
বিশেষ অতিথির বক্তব্যে তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এলাকার বিশিষ্ট মুরব্বী হাজি ওয়ারিছ আলী মেম্বার বলেন, যদি যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আব্দুল আজিজের জন্ম না হতো তাহলে হজরত আলী (রাঃ) একাডেমীর জন্ম হতো না।
এই একাডেমী অত্র অঞ্চলের শিক্ষায় অনেক অবদান রেখেছেন।
তিনি বলেন, গতবার তিনি দেশে এলে তখন লালাবাজার আমাকে একদিন পেয়ে বলেন, মামা লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্টে প্রতি বৎসর আমাদের কাছ থেকে চান্দা নেয় কিন্তু আমাদেরকে কিছু তারা দেয়না! তাই এবার আমরা তেতলী ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরাম নামে একটি সংগঠন করতে চাই, তখন তার এই কথা শুনে আমি অত্যান্ত খুশি হলাম আর তখন থেকেই আমি এই ফোরামের নাম শুনতে পেলাম।
নিজ গাঁও জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা আব্দুন নুর বলেন, মানবসেবা একটি বড় ইবাদত। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সঃ) রমযানে সবচেয়ে বেশি দান করতেন, তাই যে সব প্রবাসীদের দানে আজকে এই ত্রাণ বিতরণী অনুষ্ঠান হচ্ছে, তাদের সকলের দানের জন্য মহান আল্লাহর দরবারে তিনি কবুলিয়াতের কামনা করেছেন।
মুন্সির বাজার আধুনিক সমাজকল্যাণ সংস্হা ও তেতলী ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের অন্যতম উপদেষ্টা আলা উদ্দিন চৌধুরী তার বক্তব্যে বলেন,এ অঞ্চলের পূর্বের আমাদের মুরব্বীদের সাথে ছিল আমার পিতা ( সাবেক অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল বারীর) ঘনিষ্ট সু সম্পর্ক।
তিনি বলেন, বর্তমানেও পূর্বের ন্যায় এই সম্পর্ক নিয়েই আমার জীবন কাটাতে চাই।
তিনি তেতলী ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের কার্যক্রমকে আন্তরিক ধন্যবাদ জানান।
মুন্সির বাজার সমাজকল্যাণ সংস্হার প্রতিষ্ঠাতা সভাপতি ও তেতলী ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের উপদেষ্ঠা মন্ডলীর অন্যতম সদস্য আব্দুল হাফিজ বলেন, ফোরামের এই অনুদান তেতলী ইউনিয়নের প্রত্যেকটি গরীব অসহায় মানুষ যাতে ভোগ করতে সেদিকে দৃষ্টি রাখার ফোরাম নেতৃবৃন্দের প্রতি তিনি আহবান জানান।
বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক মোঃ শাহিন উদ্দিন বলেন, লালাবাজার বাসীয়া ব্রীজের এই ভোগান্তী থেকে মুক্তির জন্য তেতলী ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে একটি আন্দোলন সংগ্রাম গড়ে তলার ফোরাম নেতৃবৃন্দের প্রতি তিনি আহবান জানিয়েছেন।
তিনি উপস্হিত তেতলী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ওলীউর রহমান ওলীকে লালাবাজার বাসীয়া ব্রীজের দাবী উত্তাপনের প্রতি দৃষ্টি আর্কষণ করেন।
সভাপতির বক্তব্যে ডাঃ গিয়াস উদ্দিন বলেন, প্রথমে আমরা কয়েকজন এই তেতলী ইউনিয়ন ডেভেলপমেন্ট
ফোরাম গঠনের জন্য উদ্যোগ গ্রহণ করি।
যেহেতু, যুক্তরাজ্য প্রবাসী খ্যাতিমান জনন্দিত সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মোঃ আব্দুল আজিজ মানবকল্যাণে তিনি নিবেদিত প্রাণ,
তাকে আমরা অফার করি এই ফোরামের সাথে সংলিস্টতার, তিনি আমাদের অফারকে সমর্থন জানান এবং আমরা তাকে প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে সম্মানিত করি। ফোরামে আব্দুল আজিজের পরিবারের অর্থিক অনুদান অনন্য বলে জানান গিয়াস উদ্দিন।
সভাপতি বলেন, আর্থিক অনুদান ইউনিয়নের প্রবাসীদের কষ্টার্জিত অর্থের বিনিময়েই হচ্ছে তাই অনুদানকৃত সকল প্রবাসীদেরকে তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
এদিকে সুদূর যুক্তরাজ্য থেকে ভিডিও
কলে বক্তব্যে, তেতলী ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি খ্যাতিমান সমাজসেবক ও খ্যাতিমান শিক্ষানুরাগী ব্যক্তিত্ব শিল্পপতি আলহাজ্ব আব্দুল আজিজ বলেন,
আমরা একদিন সবাই এই পৃথিবী ছেড়ে চলেযাব কিন্তুু মানুষের কল্যাণে যে কাজ করবো সেটি হবে আমাদের পরকালীণ মুক্তির উপায়, আর এ লক্ষ নিয়েই তেতলী ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের আত্ন প্রকাশ হয়েছে।
তাই সকলকে যার যার অবস্হান থেকে এই ফোরামকে সহযোগিতা করার জন্য তিনি আহবান জানিয়েছেন।
অনুষ্ঠানে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন, তেতলী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ আব্দুল জলিল তালুকদার, ৬নং ওয়ার্ডের মেম্বার মাস্টার জুয়েল আহমদ, ৮ নং ওয়ার্ডের মেম্বার মোঃ হারুন মিয়া, প্রমুখ।