আমরা সিলেটবাসী এক মানবিক বিপর্যয়ের মুখোমুখি

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ২:৩২:৪২,অপরাহ্ন ১৯ মে ২০২২ | সংবাদটি ৪৪৩ বার পঠিত
ইকবাল মাহমুদ একজন খ্যাতনামা সাংবাদিক নেতা, সমাজসেবী।
সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ৭১ টেলিভিশন এর সিলেট ব্যুরো প্রধান। পেশাগত কাজে বন্যার খবর সংগ্রহ করতে গিয়ে অনেক কিছু দেখেছেন। তার একটি মর্মস্পর্শী ফেসবুক পোস্টে ওঠে এসেছে দূর্গত মানুষের করুন বাস্তবতা। তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো টাইম সিলেট এর পাঠকদের জন্য।
“আমরা সিলেটবাসী এক মানবিক বিপর্যয়ের মুখোমুখি। গত তিনদিন বন্যার খবর সংগ্রহে ছুটোছুটি করে কাছ থেকে দেখেছি কিছু মর্মন্তুদ দৃশ্য। বন্যায় কর্মহীন হয়ে পড়া দিনমজুর শ্রেণির মানুষ বড় কষ্টে আছেন। যারা প্রতিদিনের উপার্জন দিয়ে সংসার চালান, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত শ্রেণির মানুষের বোবাকান্না দেখেছি। প্লিজ সবাই নিজেদের অবস্থান থেকে এগিয়ে আসুন এই মানুষগুলোর মুখে খাবার তুলে দিন। পারলে কিছু নগদ টাকা তাদের হাতে গুঁজে দিন।
বিপদ ইনশাআল্লাহ কাটবে, অবুঝ শিশুগুলোর মানসপটে যেন ক্ষুধা, অসহায়ত্বের কঠিন স্মৃতি জমে না যায়।”