বিশ্বনাথ সাংবাদিক ক্লাব বন্যার্ত জনগণের পাশে

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৪৫:৫৬,অপরাহ্ন ২৭ জুন ২০২২ | সংবাদটি ২৮৩ বার পঠিত
গত ২৪ জুন শুক্রবার বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের একটি জুরুরী বৈঠক বিশ্বনাথ নতুন বাজারে অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল।
বৈঠকে ক্লাবের সাধ্যমত একশত চল্লিশজন বন্যায় ক্ষতিগ্রস্হ মানুষের হাতে নগদ অর্থ প্রদানের সিদ্বান্ত গৃহীত হয়।
উক্ত সিদ্বান্তের আলোকে ২৪ জুন শুক্রবার ক্লাবের উদ্যোগে ৩৫ জন ক্ষতিগ্রস্হ মানুষের হাতে নগদ অর্থ প্রদান করা হয় এবং উল্লেখ করা হয়েছিল সে দিন বন্যায় ক্ষতিগ্রস্হ মানুষের কল্যাণে বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের মানবতাবাদী কাজ চলমান থাকবে।
এর ধারাবাহিকতায় আজ ২৬ জুন রবিবার বিশ্বনাথের বিভিন্ন পেশায় নিয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্হ ৩২ জন মানুষের হাতে নগদ অর্থ প্রদান হয়েছে আজ ২৬ জুন রবিবার বিকেলে।
অর্থ প্রদান কালে এতে উপস্হিত ও
বক্তব্য রাখেন, বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক মোঃ শাহিন উদ্দিন,
নেহা গ্রুপের চেয়ারম্যান কমিশনার
আব্দুল মতিন রনি, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল হাই আবুল,
ক্লাবের আহবায়ক শাহিন উদ্দিন তার বক্তব্যে বলেন, দূর্যোগ কালে যারা মানুষের পাশে থাকেন, মানুষের কল্যাণে নিবেদিত হন তারাই মহা মানব।
তিনি একেকজন সংবাদকর্মীকে দূর্যোগকালে ক্ষতিগ্রস্হ মানুষের পাশে অবস্হান গ্রহণ করে মহামানবে পরিণত হওয়ার আহবান জানান।
নেহা গ্রুপের চেয়ারম্যান কমিশনার
আব্দুল মতিন রনি তার বক্তব্যে বলেন,
দূর্যোগকালে বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের এমন মহৎ উদ্যোগকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্বনাথ সাংবাদিক ক্লাব প্রমাণ করেদিল সংবাদকর্মীরা কত যে মহান।
বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল হাই আবুল
বলেন, বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের এমন উদ্যোগ প্রশংসিত। তিনি মানবতার কল্যাণে
বিশ্বনাথ সাংবাদিক ক্লাবকে ভবিয্যতেও এর ধারাবাহিকতা ধরে রাখার আহবান জানান।