জালালাবাদ ইমাম সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৫৯:৫৪,অপরাহ্ন ১০ অক্টোবর ২০২২ | সংবাদটি ২৭২ বার পঠিত
জালালাবাদ ইমাম সমিতি সিলেট বাংলাদেশ এর বিশ্বনাথ উপজেলা কমিটির পরিচিতি সভা মাও,লোকমান আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুফতি জালাল উদ্দীন হেলালীর পরিচালনায়
১০অক্টোবর রোজ সোমবার ২২ইংরেজী সকাল ১০ঘটিকায় জামেয়া মোহাম্মদীয়া মাদ্রাসায় উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ ইমাম সমিতির কেন্দ্রীয় _সাধারণ_ সম্পাদক মাওলানা হোসাইন আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা ফয়জুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন
সহ-সভাপতি মাও,ফয়ছল আহমদ,
মাও,আমির আলী,মাও,আব্দুস সাত্তার, মাও,সিদ্দিকুর রহমান,মাও,আব্দুল হাই,মাও,ফেরদাউছ,
সহ-সাধারণ সম্পাদক মাও,আব্দুল মতিন,মাও,আব্দুর রহমান,মাও,নুরুল হক,সাংগঠনিক সম্পাদক, মাও,সানাউল্লাহ, মাও,মুহিবুর রহমান, মাও,ফজলে রাব্বি,প্রচার সম্পাদক মাও,তামজিদুল হক,সহ-প্রচার সম্পাদক, মাও,বিলাল,আহমদ,মাও,নুরুদ্দীন আল মাসুম,অর্থ সম্পাদক মাও,মুশাহিদ আলী,সহ-অর্থ সম্পাদক মাও,নুরুল হক,প্রকাশনা সম্পাদক, মাও,কাওছার আহমদ,প্রশিক্ষণ সম্পাদক মাও,আব্বাস আলী,সহ-মাও,আব্দুল হাকিম,দফতর সম্পাদক,মাও,আব্দুর রকিব,সমাজ কল্যাণ সম্পাদক,আব্দুল আহাদ মাদানী,সহ-মাও,খায়রুল ইসলাম,সাহিত্য সম্পাদক,হাঃফয়জুন নুর।_