সিলেটে ৩৫ জনের হাতে উঠলো সেরা করদাতা পুরস্কার

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১:৪৫:৩১,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০২২ | সংবাদটি ৩৭২ বার পঠিতসিলেট কর অঞ্চলে ৩৫ জনের হাতে উঠলো করদাতা সম্মাননা পুরস্কার।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিলেট এয়ারপোর্ট এলাকার একটি অভিজাত হোটেলে কর অঞ্চল সিলেট আয়োজিত সেরা করদাতা সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে করদাতা সম্মাননা পুরস্কার বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুর মোমেন।
কর অঞ্চল সিলেটের কর কমিশনার আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের উপ মহা পরিদর্শক (ডিআইজি) মফিজ উদ্দিন আহম্মেদ, কাস্টমস ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন, কর আইনজীবী সমিতির সভাপতি এম. রফিকুর রহমান, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি তাহমিন আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বারের সহ সভাপতি আব্দুল জব্বার জলিল।
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশন ও চার জেলায় ১০ জনকে দীর্ঘমেয়াদী সর্বোচ্চ করদাতা সম্মাননা পুরস্কার দেওয়া হয়। এছাড়া সর্বোচ্চ করদাতা ১৫ জন ছাড়াও নারী ও তরুণ পুরুষ শ্রেনীতে ৫ জন করে ১০ জনসহ মোট ৩৫ জনকে করদাতা পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশনার মর্তুজা শরীফুল ইসলাম। প্রবন্ধ উপস্থাপন করেন
মোনালিসা শাহরিন সুস্মিতা।
অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী মিসেস সেলিনা মোমেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুল রশিদ রেনু, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী। এছাড়া বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।