ভোটের লড়াইয়ে সিলেট বিএনপি

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৫১:১১,অপরাহ্ন ০৬ মার্চ ২০২৩ | সংবাদটি ৩৬ বার পঠিতসিলেট বিএনপিতে ভোটের লড়াই শুরু হয়েছে। প্রার্থীরা মাঠে। চলছে বৈঠকের পর বৈঠক। কর্মীরাও চাঙ্গা। নগরজুড়ে পোস্টারিং। ব্যানার ফেস্টুন ঝুলছে নগরের অলিগলিতেও। ভোট চাইছেন প্রার্থীর পরিবারের সদস্যরা। কর্মী সমর্থকরাও ভোট চাইছেন। সিনিয়র নেতারা নির্বাচনের কৌশল সাজাচ্ছেন। এমন দৃশ্য সচরাচর সিলেটের কোনো রাজনৈতিক দলের ভেতরে দেখা যায় না।
কিন্তু বিগত কয়েক বছর ধরে সিলেট বিএনপিতে এ দৃশ্য বিরাজমান। এটিকে পজেটিভলি দেখছেন নেতাকর্মীরা। আগামী ১০ই মার্চ সিলেট মহানগর বিএনপি’র সম্মেলন। সম্মেলনের পর হবে কাউন্সিল। আর ভোটের মাধ্যমে কাউন্সিলে নেতৃত্ব বাছাই করা হবে। এর আগে জেলা বিএনপি, যুবদলেও ভোটের মাধ্যমে নেতৃত্ব বাছাই করা হয়। মহানগর বিএনপি’র ১৯১০ জন কাউন্সিলর ভোটদানের মাধ্যমে তাদের আগামী নেতৃত্ব নির্বাচন করবেন। ইতিমধ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করেছে। সভাপতি পদে প্রার্থী ছিলেন বর্তমান আহ্বায়ক আব্দুল কাইয়ূম জালালী পংকি। নিয়মের বেড়াজালে পড়ে তিনি প্রার্থী হতে পারেননি। মনোনয়ন কিনেছিলেন। এতে কিছুটা মনঃক্ষুণœ পংকি। তবে- দলীয় সিদ্ধান্ত মেনে শেষ মুহূর্তে আর মনোনয়নপত্র জমা দেননি। সভাপতি পদে প্রার্থী ছিলেন সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। ম্যানেজ করা হয়েছে তাকে। সভাপতি প্রার্থী নাসিম হোসাইন কেন্দ্রীয় নেতা খন্দকার আব্দুল মুক্তাদিরকে সঙ্গে নিয়ে বাসায় চলে গিয়েছিলেন সেলিমের। পরে সেলিম আর মনোনয়নপত্র জমা দেননি। বিষয়টি নিয়ে অনেকেই ক্ষুব্ধ। তবে- দলের স্বার্থে কেউ মুখ খুলছেন না।
সাধারণ সম্পাদক পদে শক্তিশালী প্রার্থী ছিলেন কয়েস লোদী। মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। শেষ মুহূর্তে চাপে পড়ে আর মনোনয়নপত্র জমা দেননি। অনুরোধ রাখলেন তিনি। তবে- ক্ষোভ রয়ে গেছে তার কর্মী সমর্থকদের মধ্যে। চূড়ান্ত ভোটে সভাপতি পদে দুই প্রার্থী লড়াই করছেন। নাসিম হোসাইন। মহানগর বিএনপি’র সাবেক সভাপতি। তার পক্ষে আছে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের একাংশ। মহানগর বিএনপিকে গতিশীল করার সেøাগান নিয়ে মাঠে তিনি। মিফতাহ সিদ্দিকী। বর্তমান কমিটির সদস্য সচিব। সভাপতি পদপ্রার্থী। আছে ভোটব্যাংকও। তরুণ প্রজন্ম তার পক্ষে। আন্দোলন বেগবান করার প্রতিশ্রুতি তার। এর বাইরে নেতাকর্মীদের জন্য চিকিৎসা সেল গঠন, আইনি সহায়তা সেল গঠনের সেøাগান নিয়ে মাঠে তিনি। মিফতাহ জানালেন- তিনি দলের জন্য নিবেদিত। কর্মীরা তাকে নির্বাচিত করলে কাজ করবেন। নেতাকর্মীরা জানিয়েছেন- প্রবীণ নেতা নাসিম হোসাইন আর তরুণ নেতা মিফতাহ সিদ্দিকী। এ দু’জনের মধ্যে ভোটের লড়াই হবে জমজমাট।
সাধারণ সম্পাদক পদে এবার নতুন মুখ আসছে সিলেট মহানগর বিএনপিতে। কারণ, যে দুইজন প্রার্থী হয়েছেন তারা এবার প্রথমই এ পদে লড়াই করছেন। তবে- প্রার্থী এমদাদ হোসেন চৌধুরী করোনাকালে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার উদ্যোগে নগরে বিপুল পরিমাণ ত্রাণ বিতরণ করা হয়। এই ত্রাণ বিতরণে তার গ্রহণযোগ্যতা বেড়েছিল। এবার তিনি সাধারণ সম্পাদক পদে লড়াইয়ের জন্য আগেভাগেই প্রস্তুতি নেন। এমদাদ জানালেন- ‘আমি কাজ করতে চাই। নেতাকর্মীরা চাইলে কাজ করবো। এজন্য তাদের মতামতও দরকার।’ ফরহাদ চৌধুরী শামীম, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর। মহানগর বিএনপি’র সহ-সভাপতি পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ছিলেন। তিনিও প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছেন। এ পদে এখন পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। দু’দিকেও রয়েছেন ভোটারদের অবস্থান। ভোটের আগেই নিজেদের জয় সুনিশ্চিত করতে দুই প্রার্থীই ছুটছেন ভোটারের দ্বারে দ্বারে। এদিকে- সাংগঠনিক সম্পাদক পদেও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এই পদে মূল লড়াইয়ে রয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও ছাত্রদলের সাবেক সিনিয়র নেতা রেজাউল করিম নাচন।