খেলাফত মজলিসের সিলেট বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির বৈঠক
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:৩২:১৪,অপরাহ্ন ২১ জুলাই ২০২৩ | সংবাদটি ১৫০ বার পঠিত
৮ দফা দাবীতে আগামী কালের সমাবেশ সফলের আহ্বান
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ৮ দফা দাবিতে খেলাফত মজলিসের ডাকে আগামী কাল বেলা দুইটায় সিলেট রেজিস্টারী মাঠে আহুত বিভাগীয় সমাবেশের সর্বশেষ প্রস্তুতি বৈঠক আজ বাদ আসর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আগামী কালের সমাবেশ সফলে সিলেটবাসীর সর্বাত্মক সহযোগীতা কামনা করা হয়।
সভায় সমাবেশের সর্বশেষ প্রস্তুতি পর্যালোচনা করা হয় এবং সিলেটের সর্বস্তরের নেতা-কর্মীদেরকে আগামী কাল বেলা ২ ঘটিকার মধ্যে রিজেস্টারী মাঠে শান্তিপূর্ণ সমাবেশে অংশগ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। সভায় আগামী কালের সমাবেশে সিলেটের সর্বস্তরের জনতার উপস্থিতি কামনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ডা: এএ তাওসীফ, সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, মহানগর সহ সভাপতি মাওলানা কেএম মামুন,জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, মহানগর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাভেদুল ইসলাম চৌধুরী,সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ ও জেলা সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল হাফিজ মাওলানা শিব্বির আহমদ প্রমূখ।
এদিকে আগামী কালের সমাবেশ সফলে সিলেট মহানগর যুব মজলিস আজ বাদ আসর নগরীতে মোটরসাইকেল মিছিল বের করে।এছাড়া সিলেট,সুনামগঞ্জ, মৌলভী বাজার ও হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় খেলাফত মজলিসের নেতা-কর্মীরা আজ দিনভর গণসংযোগ ও প্রচার মিছিল করেন।