অস্থিরতার পরে সেনেগালে ‘টিকটক’ ব্যবহার নিষিদ্ধ
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১:০৫:০৪,অপরাহ্ন ০৩ আগস্ট ২০২৩ | সংবাদটি ২৩১ বার পঠিতটিকটককে নিষিদ্ধ করেছে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল। অভিযোগ ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্মটি বিরোধী ব্যক্তিত্ব উসমানে সোনকোকে আটক করার কারণে তাঁর অনুরাগীদের মধ্যে সহিংসতাকে উস্কে দিতে ব্যবহার করা হয়েছিল। কর্তৃপক্ষ ইতিমধ্যে সোমবার থেকে দেশটিতে মোবাইল ডেটা অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে, বেশ কয়েকটি মানবাধিকার গোষ্ঠী এই ব্যবস্থার নিন্দা করে সোনকোর পার্টিকে ভেঙে দিয়েছে।
সেনেগালের যোগাযোগ এবং ডিজিটাল অর্থনীতির মন্ত্রী মুসা বোকার থিয়াম একটি বিবৃতিতে বলেছেন- ”টিকটক অ্যাপ্লিকেশনটি দেশের স্থিতিশীলতাকে নষ্টকারী ঘৃণামূলক এবং ধ্বংসাত্মক বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য অসৎ উদ্দেশে লোকজন ব্যবহার করছে। একই ধরনের যুক্তি দেখিয়ে গত সোমবার পশ্চিম আফ্রিকার এই দেশটিতে ইন্টারনেট পরিষেবাও সীমিত করে ফেলা হয়েছে। সোনকোর বিরুদ্ধে বিদ্রোহ উস্কে দেওয়া, রাষ্ট্রীয় নিরাপত্তাকে ক্ষুণ্ন করা, সন্ত্রাসী সংস্থার সঙ্গে অপরাধমূলক সম্পর্ক এবং অন্যান্য অপরাধের অভিযোগ আনার পর অশান্তি শুরু হয়। রাজধানী ডাকারের উপকণ্ঠে একটি বাসে পেট্রোল বোমা হামলায় তিনজন নিহত হয়েছেন, অপর দুইজন দেশে চলমান অস্থিরতার জন্য নিহত হয়েছেন। যদিও বাস হামলা এবং বিক্ষোভের মধ্যে কোনো স্পষ্ট যোগসূত্র পাওয়া যায়নি। বুধবার থিস শহরে তিনটি পার্ক করা বাসেও পেট্রোল বোমা হামলা হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক বিবৃতিতে বলেছে, “পাস্টেফ বিলুপ্ত করার সরকারের সিদ্ধান্ত মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং গণতান্ত্রিক অংশগ্রহণের নীতিকে লঙ্ঘন করে।” তারা কর্তৃপক্ষকে পার্টি পুনঃস্থাপন এবং ইন্টারনেট চালু করার আহ্বান জানিয়েছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফডিআইএইচ) এক বিবৃতিতে বলেছে-”একটি রাজনৈতিক দলের বিলুপ্তি অত্যন্ত গুরুতর পদক্ষেপ, যা গণতান্ত্রিক নীতি এবং মৌলিক অধিকারের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে শুধুমাত্র একটি শেষ উপায় হিসাবে ব্যবহার করা উচিত…। ”অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও ইন্টারনেট নিষেধাজ্ঞার নিন্দা করেছে।
সোনকো, ইতিমধ্যেই অন্য দুটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন।
বিজ্ঞাপন
তার আইনজীবীদের মতে নতুন অভিযোগে তাঁর ৫থেকে ২০ বছরের জেল হতে পারে। জুন মাসে একটি নৈতিক দুর্নীতির মামলায় তাঁকে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত করার ফলে মারাত্মক সংঘর্ষ হয় যাতে কমপক্ষে ১৬ জন নিহত হয়।
সূত্র : ইয়াহু