খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবী জানিয়েছে নিউ ইয়র্ক বিএনপি
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:০৯:৩৮,অপরাহ্ন ২০ সেপ্টেম্বর ২০২৩ | সংবাদটি ২৩২ বার পঠিতসাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য যত তাড়াতাড়ি সম্ভব বিদেশে পাঠানোর দাবী জানিয়েছে নিউ ইয়র্ক বিএনপি । ১৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে আয়োজিত এক জরুরি সাংবাদিক সম্মেলনে নিউ ইয়র্ক স্টেট, নিউ ইয়র্ক মহানগর বিএনপি দক্ষিণ ও উত্তরের যৌথ সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা এ দাবী জানান । নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপি আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে ও নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি আহ্বায়ক আহবাব চৌধুরী খোকনের উপস্থাপনায় এতে লিখিত ব্যক্তব্য পাঠ করেন নিউইয়র্ক স্টেট বিএনপি আহবায়ক ওলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান । দলটির পক্ষ থেকে লিখিত বক্তব্যে দাবী করা হয় বেগম খালেদা জিয়া মারাত্মক অসুস্থতা নিয়ে বর্তমানে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। এই মুহূর্তে খালেদা জিয়ার যে ধরণের চিকিৎসা প্রয়োজন সেই ধরণের চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে নেই। কিন্তু উদ্বেগজনক বিষয় হলো, শেখ হাসিনা বিনা চিকিৎসায় বেগম খালেদা জিয়াকে তিলে তিলে হত্যার পথ বেঁচে নিয়েছেন। ফলে শেখ হাসিনার বাধার কারণে বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ̈ বিদেশ যেতে পারছেন না। তারা খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা নেয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানান । অন্যথায় অবৈধ ক্ষমতার মোহে অন্ধ শেখ হাসিনাকে চরম মূল্য দিতে হবে বলেও সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি উচ্চারণ করা হয় ।
সম্মেলনে জানানো হয় ক্ষমতার অপব্যবহার করে দুদক কিংবা আইন আদালতকে কব্জা করে রাখলেও বর্তমানে শেখ হাসিনার ছেলে, মেয়ে, বোন এবং নিকটাত্মী- য়দের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির তথ্য ̈ দেশে বিদেশে মানুষের মুখে মুখে। খুন অপহরণের ভয়ে দেশের গণমাধ্যম শেখ হাসিনা এবং তার পরিবারের দুর্নীতির কথা প্রকাশ করতে পারছেনা। শেখ হাসিনার দুর্নীতি অনাচারের কারণে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ লজ্জিত।
এতে বলা হয় ১৯৭১ সালের আন্দোলন ছিল বাংলাদেশের স্বাধীনতার জন্য ̈ আর এবারের চলমান আন্দোলন, দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার জন্য । ১৯৭১ সালে প্রবাসী বাংলাদেশিরা যেভাবে ভূমিকা রেখেছেন, এবারের চলমান আন্দোলনেও দেশে দেশে প্রবাসী বাংলাদেশিরা একইভাবে ভূমিকা রেখে চলছে-এবং রাখবে । ইতিমধ্যে ̈ই গণতন্ত্রকামী জনগণ দেশে এই মাফিয়া সরকারের পতন আন্দোলন শুরু করেছে। এই মুহূর্তে জনগণের, দফা এক-দাবি এক-শেখ হাসিনার পদত্যাগ জনগণের বিজয় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন । সম্মেলনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট ।
সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিলু ও মিজানুর রহমান ভুইয়া মিল্টন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা সাইফুর রহমান খান হারুন, বিএনপি নেতা মাকসুদ চৌধুরী, গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব সাইদুর রহমান সাঈদ, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপির সদস ̈ সচিব বদিউল আলম বদি, নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি সদস্য সচিব ফয়েজ চৌধুরী প্রমুখ ॥