ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৪৯:১১,অপরাহ্ন ২৯ সেপ্টেম্বর ২০২৩ | সংবাদটি ১৬৫ বার পঠিত
কোরআনের আলো প্রতিভার সন্ধানে ইয়াং স্টার ক্লাব প্রথমবারের মতো হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর ) সকালে হজরত শাহজালাল উচ্চ বিদ্যালয়, ইসলামপুরে দিনব্যাপী এই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে যৌথ ভাবে পরিচালনা করেন ইয়াং স্টার ক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ও মাওলানা শাকিল আহমদ, অনুষ্ঠানে ইয়াং স্টার ক্লাবের সভাপতি মাসুদুর রহমান স্বাগত বক্তব্য বলেন প্রথমবারের মতো ইয়াং স্টার ক্লাবের এ ধরনের আয়োজন করা হলো।’ ভবিষ্যতে আরও ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবাই সহযোগিতা করার কৃতজ্ঞতা জানান তিনি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মো: অলিউর রহমান, সভাপতি মারকাজুল উলুম মোহাম্মদপুর মাদ্রাসা, সভাপতির
সমাপনী বক্তব্যে বলেন, হিফজুল কোরআন প্রতিযোগিতায় এই মহতি উদ্যোগের সাথে থাকতে পেরে আমি আনন্দিত। প্রতি বছর ইয়াং স্টার ক্লাব এই আয়োজন প্রতিযোগিতা অব্যাহত রাখার আহবান জানাচ্ছি।
প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এ সময় তিনি বলেন, পবিত্র কোরআন মুসলমানদের সঠিক পথ চলার একমাত্র পাথেয়। কোরআন বিস্তৃতি ব্যাপক। কোরআন মুখস্থ করা সহজ নয়। কিন্তু আমাদের কোমলমতি সন্তানেরা অল্প বয়সে পবিত্র কোরআন মুখস্থ করে নিজেদের আয়ত্বে নিচ্ছেন। নবীন হাফেজদের কোরআন তেলওয়াতে আমি মুগ্ধ হলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, আফতাব মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, চেয়ারম্যান সিদ্দিকী প্লাজা, জাহাঙ্গীর আলম কাউন্সিলর ৩৫ নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন, রুহেল আহমদ কাউন্সিলর ৩২ নং ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন, ইমদাদুল হক ইমানি, মাহমুদুর রহমান ম্যানেজার SRI Tv, মাওলানা এহসান উদ্দিন, সভাপতি জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা,
হাফিজ আব্দুল আহাদ শিক্ষক,
ইয়াং স্টার ক্লাবের সাংগঠনিক সম্পাদক রুকন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমেদ, অর্থ সম্পাদক, ইমন আহমদ, জুয়েদ আহমদ মিলু, রুমেল আহমদ, প্রমূখ।
এর আগে পুরো দিনব্যাপী ছয়জন বিচারক এই কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা বিচার হিসেবে দায়িত্ব পালন করেন।
হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ক গ্রুপের ১ম স্হান অধিকারী হাফেজ নাসিহ আমিন, ৭হাজার টাকা , ২য় স্হান অধিকারী হাফেজ মোহাম্মদ বিন কাসিম ৫ হাজার টাকা, ৩য় স্হান অধিকারী মো: রুকনুদ্দীন শুরাইহ, ৩ হাজার টাকা।
খ গ্রুপে ১ম স্হান অধিকারী হাফেজ মো: নুরুল আমিন, ৭ হাজর টাকা, ২য় স্হান অধিকারী মো: মুকতাবিসুর রহমান ৫ হাজার টাকা, ৩য় স্হান অধিকারী হাফেজ মো: নাভিদ আনোয়ার, ৩ হাজার টাকা,
গ- গ্রুপ ১ম স্হান অধিকারী হাফেজ তাছলিম আলম ১০ হাজার টাকা, ২য় স্হান অধিকারী হাফেজ মাহির আহমদ ৭ হাজার টাকা, ৩য় স্হান অধিকারী হাফেজ ইকবাল আহমদ ৫ হাজার টাকা,
তিন গ্রুপের সবাই কে
নগদ অর্থ, সম্মাননা স্বারক, সার্টিফিকেট প্রদান করা হয়।
অংশ গ্রহণ কারি সকল শিক্ষার্থীদের ইয়াং স্টার ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে নগদ অর্থ ও বিচারকের সম্মাননা প্রদান করে SRI TV।
প্রবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় সকল অংশ গ্রহণ কারি শিক্ষার্থীদের ইয়াং স্টার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর আহমদ, সাবেক সভাপতি রুয়েদুর রহমান চৌধুরী মনি পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।