সরকারি কলেজের কর্মরত বেসরকারি কর্মচারীর কর্ম বিরতি

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৪১:০৯,অপরাহ্ন ১০ অক্টোবর ২০২৩ | সংবাদটি ১০৫ বার পঠিত
চাকরি সরকারিকরণের দাবি জানিয়েছে সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীরা। আর দাবি না মানা হলে আবারো আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।
মঙ্গলবার দুপুরে সিলেট এমসি কলেজে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান সরকারি কলেজে বেসরকারি কর্মচারি ইউনিয়নের নেতৃবৃন্দ।
সরকারি কলেজে বেসরকারি কর্মচারি ইউনিয়ন এমসি কলেজ শাখার সভাপতি প্রভাত মালাকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাজু আহমদ, সহ সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমদ ও সদস্য শাকিল মোস্তরি সহ অন্যান্যরা।