নিয়োগ বিজ্ঞপ্তি

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:০৯:৪২,অপরাহ্ন ১৯ অক্টোবর ২০২৩ | সংবাদটি ১৮৮ বার পঠিত১৭.১০.২০২৩
নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম : ব্যবস্হাপক
পদের সংখ্যা : ০১
পদের ধরন : ফুল টাইম
বেতন : আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুযোগ সুবিধা : মোবাইল সেট, সিম, নির্ধারিত মোবাইল সিলিং
বোনাস : বছরে দুইবার ( বেতনের ৫০%)
সাপ্তাহিক ছুটি : সপ্তাহে এক দিন
চাকুরির স্হান : সাইফা সামিট এপার্টমেন্ট, মৌচাক ২/ খ, সাদিপুর, শিবগঞ্জ, সিলেট।
শিক্ষাগত যোগ্যতা : কমপক্ষে স্নাতক পাস
অভিজ্ঞতা : এপার্টমেন্ট পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন এবং কম্পিউটার ব্যবহারে পারদর্শী
বয়স : ৪০ থেকে ৫৫ বৎসর
আবেদন : সাধারণ সম্পাদক
সাইফা সামিট এপার্টমেন্ট ঔনার্স এসোসিয়েশন, সাদিপুর, শিবগঞ্জ, সিলেট।
প্রয়োজনীয় কাগজাদি :
স্বহস্তে আবেদন পত্র
পাসপোর্ট সাইজ ছবি ২ কপি
পূর্নাঙ্গ জীবন বৃত্তান্ত সহ ২ জন রেফারেন্স ব্যক্তির বিস্তারিত
শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি
অভিজ্ঞতার সনদের ফটোকপি
জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
চেয়ারম্যান / কাউন্সিলর কর্তৃক নাগরিকত্বের ফটোকপি
আবেদনের শেষ তারিখ
২৫ অক্টোবর ২০২৩
যোগদানের তারিখ : ০১ নভেম্বর ২০২৩
সরাসরি আবেদন পত্র জমার ঠিকানা
আব্দুল বাছিত
সাধারণ সম্পাদক
সাইফা সামিট এপার্টমেন্ট ঔনার্স এসোসিয়েশ
+880 1721-412699