টাঙুয়ার হাওরে জোৎস্নারাতে যাবেন ‘হাওর বিলাসে’

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৫২:০৬,অপরাহ্ন ১৭ জুলাই ২০১৯ | সংবাদটি ১০৮৮ বার পঠিত
ময়ুরপঙ্খী নায়ে হাওর বিলাস! সারা রাত হাওরের থৈথৈ জলে বাস। রাতের খাবার হাওরের তাজা মাছ কিংবা হাঁস দিয়ে! কল্পনা করুন! আপনি নৌকোয় ভাসছেন। বিছানায় শুয়ে প্রায় ছুঁয়ে ফেলছেন স্বচ্ছ জলের ঢেউ। রাত নামছে আপনার চোখের সামনে। জোছনার আলো ছড়িয়ে পড়ছে চারদিকে। চিকচিক করছে জল। রাঙিয়ে দিচ্ছে আপনাকে। এই সময় ধোয়া উঠা গরম সবুজ চায়ে দিচ্ছেন চুমুক। দৃশ্যটি আপনাকে নিশ্চয় ভাসিয়ে নিচ্ছে অন্যরকম এক মুগ্ধকর জগতে! ভাবতে পারছেন, কি অদ্ভুত রোমাঞ্চকর একটি দৃশ্য এবং রাত কাটানোর সুযোগ!
এটি কেবল হাওর বিলাসেই সম্ভব! কিন্তু সমস্যা হলো একা একা হাওর বিলাস প্রায় অসম্ভব। কিন্তু কেন সম্ভব নয়?
হ্যাঁ সম্ভব নয়, কারণ; হাওর বিলাস অনেকটাই ব্যয়বহুল। একা একা যাতায়াতে যেমন অর্থ বেশি যাবে, তেমনি সেখানে নৌকা ভাড়া নিয়ে থাকতেও বিপুল অংকের অর্থ গুণতে হবে। তাছাড়া নৌকায় একা একা নিরাপদও নয়। হবে পুরোপুরিই নিরস। আড্ডা হবে না। গান হবে না। তাই গ্রুপে একসাথে কয়েকজন গেলে ‘হাওর বিলাস’কে পুরোপুরি উপভোগ করা যাবে।
তাহলে আপনিও যাচ্ছেন সিলেট থেকে খানিক দূরে, সুনামগঞ্জ জেলা শহর পেরিয়ে তাহিরপুরে টাঙুয়ার হাওরে জোৎস্নারাতে হাওর বিলাসে? লেটস গো…
এই সুযোগ করে দিচ্ছে ট্যুর সিলেট। তারা জনপ্রতি ২৪৯০ টাকা প্যাকেজ মূল্যে আপনাকে হাওর বিলাসের স্বপ্ন পূরণ করে দেবে। ১৪ আগস্ট ২০১৯ তারিখে সিলেট শহর থেকে তারা যাবে টাঙুয়ার হাওরে। ১ম দিন সিলেট শহরে সকালের নাস্তা করে রওয়ানা দিয়ে দুপুরের খানিক আগে বা পরে পৌঁছাবে বাউল হাছন রাজার দেশ সুনামগঞ্চে। সেখান থেকে তাহিরপুরে। বিকেলের রোদে নৌকায় হাওর বিলাসে নেমেই থৈ থৈ জলের ঢেউ কেটে প্রথমে যাবে যাদুকাটা নদী, নীলাদ্রী লেকে। ডিসি পার্ক দেখা হবে এক ঝলক। সেলফিও হবে। সময়-সুযোগ দুটি করতে পারলে দেখা হবে শাহ আরেফিন মোকাম, বারেক টিলা। সন্ধ্যায় চা পান করতে করতে যাবে হাওরের আরও গভীরে। সেখানেই মনের তাবু গেড়ে আপনাকে দেখাবে সুনীল আকাশ। চাঁদের হাসি। চারদিকে অথৈ জলের উপর চাঁদের আলো পড়ে যখন চিকচিক করবে জলের ঢেউ, তখন হারিয়ে যাবেন প্রগাঢ় শান্তির সুশীতল ভাললাগায়। রাতের আহার হবে জলের উপর। হাওরের মাঝখানে নৌকায় বসে। সে এক অন্যরকম অনুভূতি। রাত কাটানো হবে নৌকায়। ঘুমানোর সুব্যবস্থা থাকবে নৌকাতেই। ২য় দিন সকালের নাস্তা হবে নৌকায়। ঘুম থেকে জেগে দেখবেন হাওরে নতুন দিন শুরুর দৃশ্য। তারপর শিমুল বাগানে। এবং সেখান থেকে আবার সিলেটে। হাওর বিলাসের সুযোগ নিতে চাইলে যেতে পারেন তাদের সাথে। ০১৪০৩ ৬৮১ ০১৬ নম্বরে কল করে যাত্রার বুকিং দিতে পারবেন। আবার তাদের ফেসবুক পেজেও দেয়া আছে বিস্তারিত। তাদের পেজ হলো- www.facebook.com/Tour Sylhet.
অথবা
https://web.facebook.com/Tour-Sylhet-2239943369374347