ফ্রান্সে গোলাগুলিতে হতাহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:১৭:৩৪,অপরাহ্ন ২৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৩৭ বার পঠিত
ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলে রোববার সন্ধ্যায় এক গোলাগুলির ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। ভার ডিপার্টমেন্টের ওলিওলেস গোষ্ঠীর ওপর ওই গোলাগুলির ঘটনা ঘটেছে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা স্পুতনিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় একটি পেট্রল পাম্পে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আহত একজনকে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে দু’জন পর্যটক। তবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। এই ঘটনা তদন্ত করছে পুলিশ। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনায় দোষীদের খুঁজে বের করা হবে। একই সঙ্গে নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।