হাসপাতালে ওষুধ পাচারের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা….বিমান প্রতিমন্ত্রী

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:৫৮:৫১,অপরাহ্ন ২৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৭৩ বার পঠিতহাসপাতালের কর্মকতা কর্মচারীদের বিরুদ্ধে ওষুধ পাচারের কোন অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী।
সোমবার (২৯ জুলাই) দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মাসিক ব্যবস্থাপনা কমিটির সভায় এমন কথা বলেন মন্ত্রী।
এসময় তিনি বলেন, হাসপাতালের কোন কর্মচারী যদি দালালদের আশ্রয় দেয় বা দালালদের মাধ্যমে নিজের ফায়দা হাসিল করে তা হলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় মন্ত্রী আরও বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু এখন ছড়িয়ে পড়েছে। তাই ডেঙ্গু সানাক্তকরণ মেশিনসহ পরীক্ষা নিরীক্ষার সকল যন্ত্রপাতি দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আনা হবে।
ডেঙ্গু প্রতিরোধে সকল জনসাধারনকে সচেতনতা থাকার পাশাপাশি কর্তব্যরত ডাক্তারদের সবসময় সর্তক থেকে ভাল চিকিৎসা দিতে হবে। সারা দেশে স্বাস্থ্যসেবাকে ঢেলে সাজাতে কাজ করে যাচ্ছে বর্তমান আওয়ামীলীগ সরকার। তাই যারা সরকারী চাকরিতে আছেন তাদের প্রত্যেক কে সার্বক্ষণিক জনসেবায় নিয়োজিত থাকতে হবে।
এর পুর্বে মন্ত্রী হাসপাতালের চার পাশ ঘুরে দেখেন এবং পৌর সভার কর্মকর্তাদের সাথে নিয়ে মশা নিধন অভিযান চালান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, তত্বাবধায়ক ডাঃ রতীন্দ্র চন্দ্র দেব, হবিগঞ্জ পৌর সভার মেয়র মিজানুর রহমান মিজানসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ।