ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২:৪৪:৩১,অপরাহ্ন ০৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩২৩ বার পঠিত
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ বাহিনীর যোদ্ধারা ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করেছে। ফিলিস্তিনের তথ্যকেন্দ্র জানিয়েছে, শুক্রবার বিকেলে গাজা উপত্যকায় প্রতিরোধ সংগ্রামীদের গুলিতে ওই ড্রোনটি ভূপাতিত হয়েছে। খবর পার্স ট্যুডে।
ইসরায়েলের সেনাবাহিনীও এই খবরের সত্যতা স্বীকার করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে যে, গাজার উত্তরাঞ্চলে তাদের একটি ড্রোন ভূপাতিত হয়েছে। তবে কী উদ্দেশ্যে ড্রোনটি সেখানে পাঠানো হয়েছিল তা উল্লেখ করেনি ইসরায়েল।
ফিলিস্তিনের অভিযোগ, মাঝেমধ্যেই গাজা উপত্যকায় ড্রোনের সাহায্যে গোয়েন্দা তৎপরতা চালায় ইসরায়েল। শুক্রবারও গাজা সীমান্তে দখলদারী ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলের দখলে থাকা নিজেদের ঘর-বাড়ী ও ভূমি ফিরে পেতে গত বছরের মার্চ থেকে প্রতি শুক্রবার বিক্ষোভ করে আসছে গাজার অধিবাসীরা।