লিবিয়া উপকূলে শতাধিক অভিবাসীর মৃত্যুর আশঙ্কা
ভূমধ্যসাগরে নৌকাডুবি
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:০৯:২৯,অপরাহ্ন ২১ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪১৭ বার পঠিতলিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের দিয়ে ভরা একটি নৌকা ডুবে শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার স্বেচ্ছাসেবী মেডিকেল সংস্থা মিতস সঁ ফঁতিয়া (এমএসএফ) এ আশঙ্কার কথা জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
টুইটারে দেওয়া এক বিবৃতিতে এমএসএফ বলেছে, শতাধিক প্রাণহানি হয়েছে এবং কেউ নিশ্চিতভাবে কিছু জানবে না, এরকম সবচেয়ে খারাপটা আশঙ্কা করার সবগুলো কারণই বর্তমান। এ বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে লিবিয়ার কোস্ট গার্ডের কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। লিবিয়া অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীদের কেন্দ্র হয়ে উঠেছে। এদের অনেকেই সাগরে চলাচলের অনুপযোগী নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করে।
গত মাসে লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্বে কোমাসের কাছে উপকূলে আড়াইশো লোক নিয়ে একটি নৌকা ডুবে যায়। নৌকাটির আরোহীদের বেশিরভাগই ইরিত্রিয়া ও আফ্রিকার সাব-সাহারা অঞ্চল এবং আরব দেশগুলো থেকে আসা লোক।
লিবিয়ার কোস্ট গার্ড ও স্থানীয় মৎসজীবীরা সাগর থেকে ১৩৪ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও প্রায় ১১৫ জন নিখোঁজ হয়ে যান। এ ঘটনায় মৃতদের নিয়ে চলতি বছর ভূমধ্যসাগরে নিহত অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা ৬০০ ছাড়িয়ে যায়।