একটি সকাল চাই

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:৩৬:৪৮,অপরাহ্ন ১২ এপ্রিল ২০২০ | সংবাদটি ৬৯১ বার পঠিত
তাজ উদ্দিন, সাংবাদিক,আইনজীবী
তোমার রেশমি রুমালের ভাজটা খোল
আচলের ভাজটাও মেল একটু।
কোচড়ে লোকানো কয়েকটি দানা- তাও ফেল,
আংগুলের ফাকে কিংবা
ঠোঁটের লাল গাঢ় পেলবতায়
লুকিয়ে থাকা বিন্দুমাত্র-
পায়ের নুপুরে-
কানের ঝুমকোতে-
হাতের রেশমি কাকনে
বেনী খোলা এলো চুলে-
দেহের ভাজে ভাজে জমে থাকা
স্নেহ-মায়া-মায়া-মমতা-প্রেম
সব উজাড় করে
আমার উঠানে ফেল-
শিউলি ফুলের মত সফেদ রোদ্দুর।
শেফালির জাফরান বোটায় জমে থাকা শিশির আনুক-
একটি ঝলমলে ভোর।
আজ আমি একটি সকাল আমি চাই।।