খেলছো তুমি পুতুল খেলা

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:১৯:৫৪,অপরাহ্ন ১৮ সেপ্টেম্বর ২০২১ | সংবাদটি ৪৫৮ বার পঠিতকলমে- সুজন পুরকায়স্হ,কবি ও ব্যাংকার
মন্দির কিংবা কাবা,
গির্জা কিংবা প্যগোডা।
যেথায় তুমি থাকো,
কেন থাকো তুমি অদেখা?
তুমি ঈশ্বর কিংবা ঈশ্বরী,
তুমি পূরুষ কিংবা নারী।
চাই না তোমার কোন পরিচয়,
বাঁচাও তুমি ধরনী।
স্বর্গ কিংবা নরক,
বেহেস্ত কিংবা দোযক।
বানাইয়াছো তুমি প্রভূ,
তোমার খেলা ঘর।
পুতুলেরই রুপ দিয়া,
পাঠাইয়া দিলা দুনিয়ায়।
উপর থেকে চাবি দিয়া,
চালাও তোমার পুতুল খেলা।