কামরান ভাই ভালো থাকুন

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:১৮:১৯,অপরাহ্ন ১৫ জুন ২০২০ | সংবাদটি ৯১১ বার পঠিতমুহাম্মদ মুনতাসির আলীর,ব্যবস্থাপনা পরিচালক, আর্ক রিয়েল এস্টেট প্রা: লি:
২০০৭ সাল। ব্যাটে বলে ছোট্ট একটি লড়াইয়ে আপনার আমন্ত্রণে সাড়া দিয়েছিলাম। কুচাই পশ্চিমভাগ গ্রামের মাঠে ” শাহপরান উপশহর ক্রিকেট প্রতিযোগিতা ” উদ্বোধনী অনুষ্ঠানে আপনি প্রধান অতিথি ছিলেন। উদ্বোধন ঘোষণার পর আপনি বললেন চলেন মাঠে, গেলাম। ব্যাট নিয়ে আপনি প্রস্তুত, আমি বল করলাম। উদ্বোধনী অনুষ্ঠান এ ভাবে পূর্ণতা পেল।
আমার মনে শূন্যতা ও পূর্ণতা ছিল অন্য জায়গায়। আমরা এ অনুষ্ঠানে ক্রিকেট সংশ্লিষ্ট একজন বোর্ড পরিচালককে দাওয়াত দিয়েছিলাম। কিন্তু তিনি কোনো কারণে একদিন আগে অপরাগতা প্রকাশ করায় আয়োজক হিসাবে বিব্রতকর অবস্থায় পড়ে, তৎকালীন মাননীয় মেয়র মহোদয়কে ফোন করে দাওয়াত দিয়েছিলাম। আপনি রাজী হলেন। আমার দল গ্রোত্র পরিচয় কোনোটারই দরকার হলো না। আমরা খুব খুশী হয়েছিলাম। কিন্তু আজো আমি উপলব্ধি করি এভাবে কাউকে কোনো সভায় দাওয়াত করা ঠিক নয় এমন কী আমি নিজেও এভাবে সাড়া দেই না। দলমত নির্বিশেষে সবাইকে আপন করার আপনার এ মহত্বের কাছে আমরা সিলেটবাসী ঋণী। একজন রাজনৈতিক ব্যক্তির এ গুণটি খুব প্রয়োজন। যা আপনার ছিল।
রমজান মাসে একটি লাইভ অনুষ্ঠানে আপনার সাথে আমিও ছিলাম। কথা কেবল জমে উঠতে শুরু করে ছিল। বিষয় ছিল করোনাকালীন সিলেটের স্বাস্থ্য ব্যবস্থা। কিন্তু নেট দুনিয়া এত উন্মুক্ত থাকার পরও আমাদের লাইভটি ২৪ মিনিট পর নেটওয়ার্ক জটিলতায় বন্ধ হয়েছিল। এই ভঙ্গুর সিলেটের স্বাস্থ্য ব্যবস্থায় আপনাকেও শেষ পর্যন্ত চিকিৎসা দিতে পারেনি।
উড়াল পথে ঢাকায় গিয়ে আজ ফিরে আসলেন না ফেরার বেশে। আপনি চলে গেলেন পরপারে । ইন্না-লিল্লাহ হি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার পরকালীন জীবন রবের ক্ষমার ছায়ায় কাটুক। ভালো থাকুন। আমাদেরকে পরকালীন জীবন সুন্দর করার তৌফিক দিন।
পরিবারের সবাইকে সবর করার তৌফিক দিন।