‘আজ থেকে শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির ফল’

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৩০:৫৯,অপরাহ্ন ১৫ জুলাই ২০২১ | সংবাদটি ৪৯৯ বার পঠিতবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির ফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হবে। মোট ৫১ হাজার ৭৬১টি পদের বিপরীতে এই সুপারিশ করা হবে। সন্ধ্যা থেকে নির্বাচিত প্রার্থীদের মুঠোফোনে এসএমএস চলে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বৃহস্পতিবার এএসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডা. দীপু মনি বলেন, মোট ৫৪ হাজার শূন্যপদ থাকলেও ২ হাজার ২০৭টি পদ বাদ রাখা হবে। আজ সন্ধ্যা থেকে প্রার্থীরা তাদের মুঠোফোনে এসএমএস পাবেন। এছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসএ) ওয়েবসাইটেও ফল দেখা যাবে।