পৃথিবী যখন আবার জন্ম নেবে

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৯:১৮:২৭,অপরাহ্ন ২৮ এপ্রিল ২০২০ | সংবাদটি ৬০৬ বার পঠিত
সালমান ফরিদ এর কবিতা
পৃথিবী যখন আবার জন্ম নেবে
থমকে গেছে মিশরের নীল নদী! টেমসের পারে চলা গাড়ির চাকা আর ঘুরছে না
আমাজনের গহীন অরণ্য এবং বিচিত্র প্রাণিগুলো নেমে এসেছে
সিডনি কিংবা হোয়াইট হাউসের লাল গালিচায়
কংক্রিটের শহরগুলোর চারদিকে সবুজ অরণ্য বিছিয়ে দিয়েছে স্বর্গের বিছানা
যেন প্রকৃতির মাঝে জেগে উঠেছে হারানো কলকাকলি!
যেন শিশির ভেজা ভোরের স্নিগ্ধতায় আবার সজিব করে তোলছে শিল্পবিপ্লবের নগর, মহানগর!
কেবল মানুষের বুকের ভেতরে বইছে নিদারুণ হাহাকার
ছিমছিম ব্যথার গোঙানি সাগরের ঢেউ হয়ে আঁচড়ে পড়ছে আরশের চৌকাঠে
উপশমে চেনা নেই কোনো অনিবার্য নিয়ামক! জানা নেই ফিরতি পথের ঠিকানা কারও
অচেনা-অজানা পথে হেঁটে চলেছে অনিশ্চিত ভাগ্য রেখায় পা ফেলতে ফেলতে
এখানে কোথাও নেই বেঁচে থাকার এতটুকু আশার বাতিক!
আছে শুধু মৃত্যুর বিজয়ধ্বনি! বড় করুণ! বড় নির্মমতায়!
তবুও ফিরবে মানুষ। তবুও জেগে উঠবে মানুষ আবার। অবশেষে হাসবে আবার বৃদ্ধ-শিশু-তরুণ-যুবক
নগর, মহানগরে ছড়িয়ে পড়বে জীবনের আকুলতায়—
আবারও সমুদ্রের ঢেউ এসে ছুঁবে মানুষের পায়ের পাতা
আবারও টেমসের পাড়ে এসে থামবে সারি সারি গাড়ির মিছিল
কংক্রিটের মহাসড়কে—
আবার ছড়িয়ে পড়বে কোলাহল। চার দেয়ালের বাঁধন খুলে বেরিয়ে আসবে বাইরের নূতন আলোয়
যেখানে জন্ম নিয়েছে নূতন পৃথিবী
সজিব, প্রাণবন্ত এক অপূর্ব সুন্দর দেশ
যেখানে অপেক্ষায় আছে অভিষেকের লাল গালিচা
সেখানে মানুষে মানুষে হবে মুখোমুখি মোলাকাত
আড্ডার পুরনো হিসেব-নিকেশ মিটিয়ে আবার মনোযোগী হবে ফাইলের পাতায়
আবার জীবনের চাকা টানতে রিকশার ফ্যাডেলে পড়বে রুগ্ন পায়ের চাপ
চায়ের দোকানে বেজে উঠবে টংটং শব্দের অবিরাম মূর্চনা
ফুটপাত, জেব্রা ক্রসিংয়ে দেখা মিলবে কর্মব্যস্ত মানুষের নিদারুণ পেরেশানি
অফিসের সিঁড়িতে জমবে ধুলো, শহরের কোলাহল গিয়ে আঁচড়ে পড়বে গেরামের তীরে
আবার সুর উঠবে মিনারে মিনারে সুমধুর আজানের! আবার বাজবে করতাল মন্দিরে মন্দিরে!
ধ্বনিত হবে সেই বাণী ফের—
মানুষের পৃথিবীতে মানুষই সেরা
মানুষই করিবে বিচরণ!
২৬ এপ্রিল ২০২০, সিলেট।