দুধপাতিল সীমান্তে মাদক ব্যবসায় বাঁধা -তিনজন কে রক্তাক্ত করলো স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহিদ- ফের সংঘর্ষের আশংকা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৫৮:০৫,অপরাহ্ন ১৩ মে ২০২০ | সংবাদটি ২৬২৯ বার পঠিত
চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকা গাজিপুর ইউনিয়নের দুধপাতিল গ্রাম।কাটাতারের রেড়া পাড় হলেই অপাড়ে ভারত।মাদক বহনের সবচেয়ে নিরাপদ স্থান এটি।নিরবে মাদক ব্যবসা করে যাচ্ছেন ওই এলাকার চিহৃিত কিছু মাদক ব্যবসায়ী। ব্যবসায়িদের নেপথ্য থাকেন এলাকার কিছুর নেতা।সময়ের ব্যবধানে দল বদলে তাদের মাঝে পরিবর্তন আসে। আওয়ামীলীগ সরকার আসার পর এ দায়িত্ব নেন ওই গ্রামের রমজান আলী জাহিদ। এলাকাবাসী জানান জাহিদ গত কয়েক বছরে হয়ে উঠে বেপরোয়া। ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারীর পদ ব্যবহার করে সকল প্রকার অপরাধ হজম করে সে।প্রতিদিন সীমান্ত থেকে উপজেলা সদরে তার যাতাযাত রয়েছে।সীমান্ত এলাকার মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রন এখন জাহিদের হাতে।মাসে লাখ টাকা বখরা তুলে বিভিন্ন বাহিনীকে মেনেজ করার কথা বলে। সোমবার রাতে প্রকাশ্যে মাদক সেবন করায় দুধপাতিল গ্রামের কাদির মিয়া ও তার ভাই বাধাঁ প্রদান করেন।এতে ক্ষিপ্ত হয়ে সে কাদির ও তার ভাই সহ তিনজন কে পিঠিয়ে রক্তাক্ত করে।বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিবাদের ঝড় উঠে।
আহতদের চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ঘটনায় এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।যে কোন সময় উভয়ের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক বলেন,অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।