জানতে চেও

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ২:২৮:২৩,অপরাহ্ন ২১ মে ২০২০ | সংবাদটি ৬৩০ বার পঠিত
— সালমান ফরিদ
যদি কখনও হারাই প্রাণ—
জানতে চেও, তোমার প্রাণের অন্দরে কি
কখনও ছিলাম আমিও? নাকি
এখনও বাঁচি, যেভাবে ছিলাম
সেই আগেকার মতই!
যদি কখনও নাইবা আসি আর ফিরে—
জানতে চেয়ে আকাশের কাছে পত্র লিখো
এমনই কি কথা ছিল তোমার-আমার?
আর না ফিরিবার!
যদি হারিয়েই যাই
যদি কখনও পরাজিত হই—
জানতে পারো মেঠোপথের বাঁকে দাঁড়ায়ে
হারিয়ে যাওয়া মানুষেরা কখনও কি
এ পথে আর ফিরেছিল বাড়ি? নাকি
পথের সীমানাজুড়ে আছে না ফেরার দীর্ঘশ্বাস!
যদি না তাকাই চোখ মেলে আর
যদি কখনও আকাশের তারা হয়ে যাই—
তবে আকাশের কাছে নয়, জানতে চেও
বুকে হাত দিয়ে জেনো, হৃৎপিণ্ডের ফরিয়াদে কি
এখনও উজ্জ্বল পুরনো সে আমি? নাকি
ঝরাপাতা উড়ে গিয়ে জেগেছে পুষ্পের নূতন প্রাণ!
পৃথিবী বিশ্বাস করো, বিশ্বাস করো পৃথিবী
যদি কখনও ফিরে আসি, যদি ফিরে পাই প্রাণ—
তাহারে আবার সঁপিব আমায়, রাঙিব আবার তাহারই রঙে
তাহারে যে ভালবাসি খুব, তাহাতে যে বিলীন আমার আমি!
— ১৯ মে ২০২০, সিলেট।