“পার হয় তোমাকে ধরে দূর্বল মানুষ যদি”

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৭:২৪:১৫,অপরাহ্ন ৩০ জুন ২০২০ | সংবাদটি ৫৭৫ বার পঠিত
মুহাম্মাদ মুনতাসীর আলী,সিনিয়র ভাইস চেয়ারম্যান, সিলেট হেলথ ডেভেলপমেন্ট এন্ড এডুকেশন ট্রাস্ট (শেইড)
এ কী দুর্দান্ত সাহস। তেজোদ্দীপ্ত ঈমান। জীবন, মানবিকতা, সমাজ, সম্পর্ক যেখানে অসহায়, সেখানে সময়ের প্রতিটি প্রহরে এরা বসে আছে মোবাইল ফোন নিয়ে, কথন কল আসবে এ প্রতীক্ষায়। কল আসছে। ওরা ক্লান্তিহীনভাবে সাড়া দিচ্ছে। তাদের দেখে আমি অবাক। এদের কাছে জীবিত মৃত সব মানুষই স্বজন হয়ে ওঠেছে। কর্ম সংকল্প এখন ওদের সব ভালোবাসা। পচে গলে যাওয়া সমাজের বিচিত্র চিত্র দর্শনে ওরা আরো মানবিক হয়ে ওঠছে।
এরা আর কেউ নয়, একদল হৃদয়বান, সাহসী ও প্রতিশ্রুতিশীল স্বেচ্ছাসেবক। ২৪ ঘন্টা অপেক্ষায় থাকেন কখন কল আসবে। রাত নয়, দিন নয়। নিজের যৌবনের তাড়ানায় নয়। উদ্দেশ্য কেবল আল্লাহকে সন্তুষ্ট করা। সংকটাপন্ন রোগীকে হাসপাতালে নিয়ে আসা অথবা কেউ জীবনের অধ্যায় শেষ করে চলে গেছেন পরপারে, তাকে গোসল করিয়ে জানাযা পড়ে পৌছে দিতে হবে শেষ ঠিকানায়- ওরা আছে হাসি মুখে। আজও আমাদের ভাইদের এমনি একটি ব্যাস্ততম দিন কাটে।
ভোর ৪টায় হবিগঞ্জ থেকে রোগী নিয়ে এসে, আবার দিনে একজনের লাশ পৌছে দেয়া হয় কানাইঘাটে, রাত ৯টায় রোগী আনতে যখন বিশ্বনাথে একটি টিম যাচ্ছে তখন ফোন আসে ফুলসাইনের একজন ইন্তেকাল করেছেন নর্থইস্ট মেডিকেলে। আমাদের আরেকটি টিম সব প্রস্তুতিসহ লাশ নিয়ে রওয়ানা হয়েছে। সব কাজ সম্পন্ন করে কখন ফিরবে জানি না।
আমাদের সামর্থের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছি মানুষের আহ্বানে সাড়া দেয়ার। আমাদের ভাইদের এই অক্লান্ত পরিশ্রমকে আল্লাহ কবুল করুন। আরো ব্যাপকভাবে মানুষের খেদমত করার তাওফিক দান করুন। স্পর্শকাতর সময়ে মানুষের আল্লাহ কবুল করুন শেইড ট্রাস্টকে। আমীন।
“বল কি তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী,
পার হয় তোমাকে ধরে দূর্বল মানুষ যদি।”