রাত থেকেই চলবে বাস, কাল থেকে ট্রেন

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:০২:২০,অপরাহ্ন ১৪ জুলাই ২০২১ | সংবাদটি ৪৭২ বার পঠিতঈদ উপলক্ষে ৮ দিন বিধিনিষেধ শিথিল করেছে সরকার। ফলে দীর্ঘ দেড় মাস পর চালু হচ্ছে সব ধরনের গণপরিবহন। আজ মধ্যরাত থেকে স্বাস্থ্যবিধি মেনে এক সিট ফাঁকা রেখে চলাচল করবে দূরপাল্লার বাস।
কাল সকাল থেকে এক আসন ফাঁকা রেখে ট্রেন চলাচলও শুরু হবে। তবে যাত্রীদের ভাড়া গুনতে হবে দ্বিগুণ। এদিকে সায়েদাবাদ ও গাবতলী বাস কাউন্টারগুলোতে টিকিট বিক্রি শুরু হয়েছে। বাসগুলো ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে।
কমলাপুর রেলওয়ে সূত্র জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) ভোর ৪টা থেকে বিভিন্ন রুটে ৩৮ জোড়া আন্তঃনগর এবং ১৯ জোড়া মেইল বা কমিউটার ট্রেন চলাচল করবে দেশের বিভিন্ন গন্তব্যে। এবার শুধু অনলাইনে ট্রেনের টিকিট পাওয়া যাবে।।