প্রিয়াংকা ও রাহুল পুনরায় এক হচ্ছেন
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৪১:৪৪,অপরাহ্ন ০৫ মার্চ ২০২৩ | সংবাদটি ৩০২ বার পঠিতটলিউডের অভিনেত্রী প্রিয়াংকা সরকার। ২০০৮ সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমায় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে বাজিমাত করেছিলেন তিনি। এরপর অনেক কাজ করেছেন তিনি। তবে এখন অপরাধবোধ কুরে কুরে খাচ্ছে তাকে। এত সাফল্যের পরেও দীর্ঘদিন মানসিক সমস্যার মধ্যদিয়ে গেছেন প্রিয়াংকা। সম্প্রতি সেই প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। অভিনেত্রী বলেন, এখনো দর্শক আমাকে দেখলে বলেন, ‘চিরদিনই তুমি যে আমার’- ভীষণ ভালো লেগেছিল তাদের। ভক্তদের মুখে নিজের প্রশংসা শুনে অবশ্যই আমার আনন্দ হওয়ার কথা। কিন্তু আমার অনেক দুঃখ হয়। কারণ, ওই রকম সফলতার পর ইন্ডাস্ট্রি থেকে বলা চলে হারিয়েই গিয়েছিলাম আমি।
আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন আমার বাবা-মা। কিন্তু তাদের সব স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছিলাম আমি। সেটা এখন ভাবলে আমার ভীষণ কষ্ট হয়। রীতিমতো অপরাধবোধ কাজ করে আমার মধ্যে। এখন হয়তো আমি ভালোভাবেই সব পরিস্থিতি সামলে নিই এবং খুব মনোযোগ দিয়েই কাজ করছি। প্রসঙ্গত, ‘চিরদিনই তুমি যে আমার’- সিনেমার দৃশ্যপটের মতো প্রেম-বিবাহ-বিচ্ছেদে পরিণত হয়। বাস্তব জীবনেও প্রিয়াংকা ও রাহুল প্রথমে প্রেম এবং পরবর্তীতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু সন্তান জন্ম নেয়ার পর বিচ্ছেদের পথে হাঁটেন তারা। তবে সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে পুনরায় এক হচ্ছেন তারা।