চুনারুঘাটে জাল টাকা সহ কিশোরগঞ্জের ৩ জন আটক

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৩:৪১:২১,অপরাহ্ন ০৪ মার্চ ২০২১ | সংবাদটি ২২৯ বার পঠিতআব্দুর রাজ্জাক রাজুঃ জাল টাকা সহ চুনারুঘাটের কালিনগর বাজার থেকে ৩ জন কে আটক করেছে পুলিশ।
(৩ মার্চ বুধবার) রাতে চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের কালিনগর তেমুনিয়া বাজার থেকে হাতেনাতে তাদের আটক করে পুলিশ।
আটক ব্যাক্তিরা কিশোরগঞ্জ জেলার পটিয়াদি উপজেলার পাছলিপাড়া গ্রামের মৃত আঃ মোতালেবের পুত্র নাজির মিয়া(৪৫) একই ঠিকানার জামাল মিয়ার পুত্র সোহাগ মিয়া(৩৪) ও নিখলি উপজেলার মজলিসপুর গ্রামের মৃত হানিফ মিয়ার পুত্র আল আমিন(২৫)।
তাদের কে কোর্টের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ।