চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৪৪:২১,অপরাহ্ন ২১ মার্চ ২০২১ | সংবাদটি ২৯৩ বার পঠিতচুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
(২১ মার্চ) রবিবার বিকেলে ইউপি কার্যালয়ের সামনে আহম্মদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম সঞ্চালনায় বর্ধিত সভার সভাপতি ছিলেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল আরমান ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আহম্মদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আহম্মদাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আবেদ চৌধুরী সঞ্জু,উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক হাছন আলী মেম্বার,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আলাউদ্দিন,সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু নাসের,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী আনোয়ার,তাঁতীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুল,আজমান যুবলীগ সেক্রেটারী হারুনুুর রশীদ রঙ্গু, জেদ্দা যুবলীগের নেতা তোফাজ্জল মহালদার,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান শাপু,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল, সাইদুর আলমগীর, ইফতেখার রিপন,বিল্লাল আহমেদ,মায়া খন্দকার প্রমুখ।
এ সময় উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রার্থীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করেন।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল আরমান বলেন,প্রার্থী যাচাই-বাচাই করে আমরা যে কোনো দিন আহম্মদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করব।