আগস্টের শুরুতে চীন থেকে আরও ৫০ লাখ টিকা আসবে
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ২:৩৫:৪২,অপরাহ্ন ১২ জুলাই ২০২১ | সংবাদটি ৩৩৯ বার পঠিতচলতি মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুতে চীন থেকে আরও ৫০ লাখ করোনার টিকা আসবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান। আজ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বাংলাদেশ যে পরিমাণ টিকা চাইবে আমরা সে পরিমাণ টিকা দিতে পারবো। বাংলাদেশে করোনা টিকার যৌথ উৎপাদনে চীন প্রস্তুত। সরকার অনুমতি দিলেই বাংলাদেশে চীন টিকা উৎপাদন শুরু করবে।









