এবার মৌলভীবাজারে শেইড ট্রাস্টের সেবা কেন্দ্র চালু

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:১৬:৩২,অপরাহ্ন ০৫ আগস্ট ২০২১ | সংবাদটি ৪৭৪ বার পঠিত
এবার মৌলভীবাজার শহরে চালু করা হয়েছে সিলেট হেলথ ডেভেলপম্যান্ট এন্ড এডুকেশন ট্রাস্ট (শেইড) এর সেবা কেন্দ্র। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন- মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিসবাউর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, শেইড ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক আবদুস সবুর, মাওলানা আহমদ বিলাল, মাওলানা নেহাল আহমদ, ম্যানেজিং ট্রাস্টি মাওলানা দিলওয়ার হোসাইন, মাহফুল ইসলাম, মুহিবুল ইসলাম, জাকারিয়া আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ তাজুল ইসলাম হাসান প্রমুখ।
উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতেই সিলেটে দীর্ঘ হতে থাকে আক্রান্তের সংখ্যা। বাড়তে থাকে মৃত্যুর মিছিলও। সরকার ঘোষিত লকডাউনের কারণে সড়কে নেই যান চলাচল। আর হাতেগোনা যানবাহন চলাচল করলেও ভয়ে পরিবহন করা হয় না করোনা আক্রান্ত কিংবা উপসর্গের রোগী, যে কারণে হাসপাতালে যেতে ভোগান্তিতে পড়তে হয় তাদের।
এমন পরিস্থিতিতে রাত-দিন বিনামূল্যে রোগী পরিবহন দিয়ে আসছে শেইড অ্যাম্বুলেন্স সার্ভিস। একই ভাবে করোনার এ মহামারিকালে মরদেহ পরিবহন, মৃতদের দাফন ও সৎকার, বিনামূল্যে অক্সিজেন সরবরাহ, বিনামূল্যে ওষুধ বিতরণ, দরিদ্র ও অসহায়দের খাদ্য সহায়তা প্রদানও করে আসছে সংগঠনটি।
গত বছরের মে মাসে মহামারির ধাক্কায় সারাদেশের মতো যখন সিলেটবাসীও দিশেহারা, তখনই অসুস্থদের হাসপাতালে পৌঁছে দেবার তাগিদ থেকে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে এগিয়ে আসেন সিলেটের বিশিষ্ট আবাসন ব্যবসায়ী মুহাম্মদ দিলওয়ার হোসাইন।
শুরুর দিকে ব্যক্তিগত উদ্যোগে ভাড়ায় চালিত গাড়িতে করে রোগীদের সেবা প্রদান করলেও পরবর্তীতে একই বছরের জুন মাসে ভাষা সৈনিক ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি অধ্যক্ষ মাসউদ খানকে চেয়ারম্যান করে সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে শেইড ট্রাস্টের যাত্রা শুরু হয়। আর ট্রাস্টে যুক্ত হয় নিজস্ব অ্যাম্বুলেন্সও।
এ ট্রাস্টের কার্যক্রম সিলেট শহর থেকে পরিচালিত হয়ে আসছিল। বর্তমানে মাঠ পর্যায়ে কার্যক্রম ছড়িয়ে দেবার উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা। এরই ধারাবাহিতকায় সম্প্রতি সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার শাখা টিম গঠন করা হয়েছে। এরপরই বৃহস্পতিবার মৌলভীবাজার জেলায় সেবা সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।
শেইড-এর ম্যানেজিং ট্রাস্টি মুহাম্মদ দিলওয়ার হোসাইন জানান, ‘করোনা মহামারি শুরু হবার পর গত বছরের ৫ মে থেকে ব্যক্তি উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের কার্যক্রম চালু হয়। পরবর্তীতে এ সার্ভিসকে স্থায়ী রূপদান করতে ট্রাস্ট গঠন করা হয়। ট্রাস্টের অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগী পরিবহন, লাশের জানাজা ও দাফন, লাশ পরিবহন করে বাড়িতে পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা। পাশাপাশি বর্তমানে অক্সিজেনও বিনামূল্যে সরবরাহ করে আসছেন তারা।’
এ ট্রাস্টের পরিধি তৃণমূলে ছড়িয়ে দেবার অংশ হিসেবে তারা বিভিন্ন এলাকায় শাখা টিম গঠনের উদ্যোগ নিয়েছেন। এরই ধারাবাহিকতা আজ মৌলভীবাজার জেলায় সেবা সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এতে সেবা প্রদান আরও দ্রুত সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।
সংশ্লিষ্টরা জানান, করোনার ভয়াবহ পরিস্থিতিতেও শেইড ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা দিনরাত ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিসসহ সবধরনের সেবা প্রদান করে যাচ্ছেন। কোভিট-১৯ আক্রান্ত রোগী ছাড়াও অসহায় দরিদ্র রোগীরা সার্বক্ষণিক ০১৭৭২-২৫৫০৫৪ ও ০১৭৭০-১৩০২৩৩ এ দু’টি মোবাইল নাম্বারে যোগাযোগ করে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা পাবেন বলে জানান তারা।