নভেম ও লেমন গার্ডেন রিসোর্টকে জরিমানা
টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৭:৩০:০২,অপরাহ্ন ০৭ আগস্ট ২০২১ | সংবাদটি ৫৯৮ বার পঠিতলকডাউনে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে রিসোর্ট খোলা রেখে ব্যবসা পরিচালনা করায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুটি রিসোর্টকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
লকডাউনে খোলা রাখা এবং ব্যবস্থাপনায় অস্বচ্ছতা ও অনিয়ম পাওয়ায় নভেম ইকো রিসোর্ট ও লেমন গার্ডেন রিসোর্টকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার রাধানগরে অবস্থিত নভেম ইকো রিসোর্ট ও ডলুবাড়ীতে অবস্থিত লেমন গার্ডেন রিসোর্টে এ অভিযান চালানো হয়। অভিযানে নভেমকে ২০ হাজার ও লেমন গার্ডেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়৷
শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন এই অভিযানটি পরিচালনা করেন৷
অভিযানের ব্যাপারে শ্রমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যক্তিদের থাকতে দেয়ায় সংক্রামক রোগ প্রতিরোধ আইন, ২০১৮ এর ২৪(২) ধারায় রাধানগরে অবস্থিত নভেম রিসোর্টকে ২০ হাজার টাকা এবং লেমন গার্ডেন রিসোর্টকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ও ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের অনিয়ম পরিলক্ষিত হওয়ায় সংক্রামক রোগ প্রতিরোধ আইন, ২০১৮ এর ২৪ ধারা ও বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইন, ২০১৪ মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।