ম্যাগাজিন “ ফ্যাশনের ” প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৩৬:৪৭,অপরাহ্ন ১৭ সেপ্টেম্বর ২০২১ | সংবাদটি ৭২৮ বার পঠিত
বিডি কাস্টিং হাউজের প্রকাশনায় ম্যাগাজিন “ফ্যাশন ” এর প্রকাশনা উৎসব
অনুষ্ঠিত হয় আজ শুক্রবার ১৭ সেপ্টেম্বর
সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে।
লাইফ স্টাইল ম্যাগাজিন “ফ্যাশন” এর প্রকাশনা উৎসবে অতিথি উপস্থিত ছিলেন সিলেট মডেলিং মিডিয়া এসোসিয়েশনের সভাপতি ফটোগ্ৰাফার আফজাল হোসাইন,নাট্য পরিচালক মিলাদ বড় ভূইয়া,ফ্যাশন ম্যাগাজিন আলপনা এডিটর মাসরুর রাসেল, তারুণ্যে ফ্যাশন ম্যাগাজিনের এডিটর ফটোগ্ৰাফার এমডি রানা,ক্রিয়েটিভ কেইভ এর সিইও রাফিকুল ওয়াহিদ
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
তরুণ পরিচালক শান আতিক,তরুন মডেল অভিনেতা সাব্বির আরিয়ান, ম্যাগাজিন ফ্যাশনের এডিটর খায়রুল আলম পাপ্পু,মডেল ইবরাহীম হাসান,ফটোগ্ৰাফার সেজু মির্জা,রেদওয়ান চৌধুরী,প্রিন্স আহমদ,তাসকিন আহমদ,ফটোগ্ৰাফার নিজাম
উদ্দিন,মডেল সায়েমা শাহিদ প্রমুখ।