ভূমিকম্পে মৃত ৪৫০০০, কত দেশ সাহায্য করেছে জানালো তুরস্ক

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৫৪:২০,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | সংবাদটি ৩২ বার পঠিততুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৪৫ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে তুরস্কে মারা গেছেন ৩৯ হাজার ৬৭২ জন এবং তুরস্কে মারা গেছেন ৫ হাজার ৮১৪ জন। গত ১৩ দিন ধরে উদ্ধারকার্য চলছে। সম্ভাবনা ফুরিয়ে আসলেও একজনও যদি জীবিত উদ্ধার করা যায়, সেই আশায় অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। ১০০ বছরের মধ্যে হওয়া সবথেকে ভয়াবহ ভূমিকম্পের তুরস্কের পাশে দাঁড়িয়েছে বহু দেশ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগ্লু শুক্রবার জানিয়েছেন, কত দেশ তুরস্কে উদ্ধারকারী ও চিকিৎসক দল পাঠিয়েছে।
ভূমিকম্পে সবথেকে ক্ষতিগ্রস্থ শহরগুলোর একটি গাজিয়ান্তেপে সাংবাদিকদের তিনি বলেন, বিশ্বের মোট ৮৮ দেশ ভূমিকম্পে খোঁজ এবং উদ্ধার কাজে যোগ দিয়েছে। সব মিলিয়ে ১০২ দেশ তুরস্ককে সহায়তার প্রস্তাব দিয়েছে। ২৩ দেশের উদ্ধারকর্মীরা এরইমধ্যে তুরস্ক ছেড়ে নিজ দেশে ফিরে গেছে। বাকিরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে।
সামগ্রিকভাবে ১১ হাজারেরও বেশি বিদেশী উদ্ধারকারী তুরস্কে যায়। তাদের মধ্যে প্রায় ৫ হাজার ৩০০ জন তুরস্কে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
দুর্যোগের পরিপ্রেক্ষিতে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের ১৫০ জনেরও বেশি বিশেষজ্ঞ পাঠিয়েছে। বিদেশিদের মধ্যে তারাই প্রথম ভূমিকম্প কবলিত এলাকায় পৌঁছায়। ১৫ই ফেব্রুয়ারি তারা রাশিয়া ফিরে যায়। এছাড়া সিরিয়ায় থাকা শত শত রুশ সেনারা সে দেশের উদ্ধারকাজে অংশ নেয়।
দুটি শক্তিশালী ৭.৮ মাত্রা এবং ৭.৬ মাত্রার ভূমিকম্প গত ৬ই ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণ-পূর্বে অবস্থিত কাহরামানমারাস প্রদেশে কেঁপে ওঠে। এরপর থেকে শত শত আফটারশক অনুভূত হয় ওই অঞ্চলে। এতে তুরস্ক ও সিরিয়ায় হাজার হাজার ভবন ধ্বসে পড়ে। ভবনের নিচে চাপা পড়ে প্রাণ হারান ৪৫ হাজার মানুষ। আহত হন প্রায় এক লাখ ২০ হাজার জন।