আলিয়ার সমঝোতা

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:২৭:০৪,অপরাহ্ন ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | সংবাদটি ১১৭ বার পঠিতশেষ ক’দিন ধরে পাপারাজ্জিদের ওপর প্রচণ্ড ক্ষেপেছিলেন আলিয়া ভাট। যদিও এই ক্ষেপে যাওয়ার পেছনে যথেষ্ট কারণও ছিল। কেননা কোনো কিছু না জানিয়ে হঠাৎ করেই তার ব্যক্তিগত ছবি ভাইরাল করে দিয়েছিল পাপারাজ্জিরা। আর এর বিপরীতে ছাড় না দিয়ে প্রতিবাদী হতে দেখা যায় অভিনেত্রীকে। হয়েছিলেন পুলিশের দ্বারস্থ। তবে এখন সবকিছু ভুলে গিয়ে সমঝোতার পরিবেশ সৃষ্টি হয়েছে। সম্প্রতি ক্যামেরার ঝলকানির সামনে দাঁড়িয়ে পাপারাজ্জিদের আবদারও পূরণ করলেন তিনি। গাড়িতে উঠতে গিয়ে দিলেন নানা পোজ। নেটিজেনদের মতে, রণবীরের বুদ্ধিতেই নাকি ফটোশিকারিদের সঙ্গে ভাব জমিয়ে নিয়েছেন তিনি। কারণ, খবরে থাকতে হলে তাদের সঙ্গে বন্ধুত্ব অতি গুরুত্বপূর্ণ।
সম্প্রতি বাড়ির এক কাঁচের জানালার সামনে বসে ফোনে কথা বলছিলেন আলিয়া। পরনে ছিল ঘরের সাধারণ পোশাক। আর তখনই ক্যামেরাম্যানের ছবিতে আবদ্ধ হন তিনি, যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এর বিপরীতে অভিনেত্রী লেখেন, এটা কোন ধরনের রসিকতা। নিজের বাড়িতে খুব স্বাভাবিক সময় কাটাচ্ছিলাম। দেখি দু’জন ব্যক্তি আমার প্রতিবেশীর বাড়ির ছাদে উঠে আমাকে লক্ষ্য করে ক্যামেরা তাক করেছেন। এটা কি সঠিক কাজ? এটা একজনের গোপনীয়তায় সরাসরি হস্তক্ষেপ। সবকিছুর একটা সীমা রয়েছে। এরা সবটা অতিক্রম করে ফেলেছে। তবে এসব ভুলে এখন হাসিখুশি মেজাজেই দেখা গেল আলিয়াকে।