সাক্ষ্যগ্রহণ পেছালো

টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৩১:৫৫,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | সংবাদটি ৪৭ বার পঠিতরাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছানো হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে আগামী ৯ই জুলাই। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ দিন ধার্য করেন। উল্লেখ্য, ২০২১ সালের ৪ঠা আগস্ট অভিযান চালিয়ে পরীমনির বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে র্যাব। যার মামলা এখনো চলমান।